‘বিজেপি ইতিমধ্যেই হেরে গিয়েছে, তাই এমন ঘটনা ঘটাচ্ছে’, কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে ট্যুইট তৃণমূলের
Last Updated:
#কলকাতা: লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত ৷ সেই কারণের গেম চেঞ্জার খুঁজতে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটাচ্ছে ! ট্যুইটে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷
নির্বাচনী প্রচারের মাঝে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারার ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করালেন ডেরেক ৷ ট্যুইটে তিনি বলেন, ‘দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এর সাথে যা ঘটল এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি নিরীহ ভিডিওকে নিয়ে যেভাবে কুৎসা করা হল, তার থেকেই স্পষ্ট বিজেপি হেরে গিয়েছে। ওরা 'গেম চেঞ্জার' খুঁজতে ঘটনা ঘটাচ্ছে। মানুষ ইতিমধ্যেই পুরো খেলাটা বদলে দিয়েছে। মোদীর বিদায় হচ্ছেই ৷’
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগে খানাকুলের জনসভা থেকে মমতা বলেছিলেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’ গোটা জনসভায় মমতার বক্তব্য থেকে এই কয়েক সেকেন্ড এডিট করে বিকৃত ভিডিও তৈরি করল বিজেপি ৷ সেই ভিডিও-টিতে শোনা যাচ্ছে মমতা বলছেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে...’ ৷ BJP Bengal পেজটি থেকে ভিডিওটি ট্যুইট করা হয় ৷ ভিডিওটির উপরে একটি ক্যাপশনও দিয়েছিল তারা ৷ লেখা রয়েছে- এটি আসলে বাংলায় মোদি সুনামির প্রভাব ৷ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের সাধারণ মানুষ যেন বিজেপিকে ভোট দেয় ৷ এই প্রথম নির্বাচনী প্রচারে সঠিক কথা বললেন তিনি ৷
advertisement
advertisement
পরপর এই দু’টি ঘটনার মূল লক্ষ্য একটাই ৷ ১৯-র নির্বাচনে মোদির বিদায় নিশ্চিত ৷ এমনটাই দাবি রাজ্যের শাসক দলের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2019 8:13 PM IST