রিপোর্ট চাইল অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব, 'মহাবিপদে' দিলীপ ঘোষ! তোলপাড় বঙ্গ বিজেপি

Last Updated:

Dilip Ghosh: বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে 'সেন্সর' করা হয়েছিল দিলীপ ঘোষকে।

বেকায়দায় দিলীপ ঘোষ
বেকায়দায় দিলীপ ঘোষ
#কলকাতা: তিনি মানেই বিতর্ক, এমনকী কখনও সখনও তা দলের জন্যও। রবিবারই যেমন ঘটল। বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে তদন্ত করেছে যে সিবিআই, সেই তদন্তকারী সংস্থা নিয়েই আপত্তিকর মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর সেই কারণেই দিলীপে 'ক্ষুব্ধ' কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের উপর বেজায় চটেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে 'সেন্সর' করা হয়েছিল দিলীপ ঘোষকে। তারপরও থামেননি তিনি। একের পর এক মন্তব্যে বাড়িয়েছেন দলের অস্বস্তি। গতকাল সিবিআই-এর সম্পর্কে 'সেটিং' তত্ত্বেই দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
জানা গিয়েছে, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন, তার ভিডিও ফুটেজ রাজ্য নেতৃত্বের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সিবিআই প্রসঙ্গে দিলীপ ঘোষের 'সেটিং' তত্ত্ব গতকাল খারিজ করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, ''দিলীপ দা কীভাবে সেটিংয়ের তথ্য জানতে পেরেছেন, বলতে পারব না। তবে একজন রাজনৈতিক নেতার পক্ষে কীভাবে কেন্দ্রীয় তদন্তকারীরা কাজ করে, তা জানার কথা নয়।''
advertisement
সূত্রের খবর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে দিলীপ ঘোষের বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন মেদিনীপুরের সাংসদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রিপোর্ট চাইল অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব, 'মহাবিপদে' দিলীপ ঘোষ! তোলপাড় বঙ্গ বিজেপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement