Dilip Ghosh on Babul Supriyo: বাবুলের হাত ধরে প্রচারের 'শুভারম্ভ' তৃণমূলের, দিলীপ মনে করালেন টালিগঞ্জের কথা

Last Updated:

Dilip Ghosh on Babul Supriyo: সোমবার থেকেই গোয়ায় নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। আর সেই শুরুই হচ্ছে বাবুল সুপ্রিয়র হাত ধরে। তাঁর সঙ্গে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও ব্রায়ানরা। এবার বাবুলের এই নতুন দায়িত্ব নিয়েই তীব্র কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বাবুল সুপ্রিয়কে কটাক্ষ দিলীপ ঘোষের
বাবুল সুপ্রিয়কে কটাক্ষ দিলীপ ঘোষের
#কলকাতা: রবিবারই পৌঁছে গিয়েছেন গোয়ায়, আর সোমবার থেকে তৃণমূলের হয়ে প্রথম রাজনৈতিক দায়িত্ব পালন শুরু করছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রাজ্যে তৃতীয় বার ক্ষমতা দখলের পর থেকেই ভিনরাজ্যে সংগঠন গড়ে তুলছে তৃণমূল। আসলে ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিজেপি-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে তৃণমূল। আর সেই সূত্রেই ত্রিপুরা, অসমের পাশাপাশি গোয়াকেও সাম্প্রতিক 'টার্গেট' হিসেবে ধরেছে তাঁরা। ২০২২-এ তৃণমূল যে গোয়া বিধানসভা নির্বাচনে রীতিমতো জেতার জন্য ঝাঁপাচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই সোমবার থেকেই গোয়ায় নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। আর সেই শুরুই হচ্ছে বাবুল সুপ্রিয়র হাত ধরে। তাঁর সঙ্গে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও ব্রায়ানরা। এবার বাবুলের এই নতুন দায়িত্ব নিয়েই তীব্র কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বাবুল সুপ্রিয়র গোয়া সফর ও তৃণমূলে তাঁর দায়িত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ''আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে কী হবে, সেসব দেখা যাবে। আর ওরা ভালো লোককে দায়িত্ব দিয়েছে (হাসি)। গোয়ায় টালিগঞ্জের মত অবস্থা না হয়।'' বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের সংঘাত সর্বজনবিদিত। দলে থাকার সময়ও দিলীপ বাবুর সঙ্গে বাবুলরে বাকবিতণ্ডা ছিল রোজকার ব্যাপার। দল বদলালেও সেই 'রেওয়াজ' অব্যাহতই থেকেছে বলা যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, গোয়ায় তৃণমূলের এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'গোয়েঞ্চি নভি সকাল'। পানাজি থেকে শুরু হওয়া এই কর্মসূচিরই সূচনা করবেন বাবুল, সৌগতরা। এই পরিস্থিতিতে আগামী ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও গোয়াতেই থাকছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। গোয়া নিয়ে বিজেপি যতই তৃণমূলকে কটাক্ষ করুক না কেন, বাবুল জানিয়েছেন গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর মতে, 'গোয়ায় যে সমস্ত নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাতে যথেষ্ট ভালো ফল করবে তৃণমূল।'
advertisement
শুধু তাই নয়, বাবুলকে তৃণমূল গোয়ায় পাঠাচ্ছে, এই ঘোষণা সৌগত রায় করার পরই ট্যুইটে তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানান বাবুল। লেখেন, ''এই দায়িত্ব দেওয়ার কারণে আমি সম্মানিত ও দলের কাছে কৃতজ্ঞ। যে কাজই আমি করি না কেন, তা আমি হৃদয় দিয়ে করব। আমার এই অ্যাসাইনমেন্টে আমি আমার শ্রেষ্ঠটুকু দিতে বদ্ধপরিকর।'' তবে, দিলীপের কটাক্ষ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিনি। অবশ্য সৌগত রায় বলেছেন, ''দিলীপ ঘোষ ফালতু লোক। তাঁর নেতৃত্বে হেরেছে বিজেপি। পদ চলে গেছে দিলীপ ঘোষের, তাও ফালতু বকা বন্ধ হয়নি।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Babul Supriyo: বাবুলের হাত ধরে প্রচারের 'শুভারম্ভ' তৃণমূলের, দিলীপ মনে করালেন টালিগঞ্জের কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement