Biman Basu: ব্যর্থতাতেও বিচ্ছেদ নয়? পুরভোটেও কংগ্রেসের সঙ্গে 'বন্ধুত্বের' আভাস বিমান বসুর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Biman Basu: বিমান বসু বলেন, ''পুরভোটের আগে নতুন করে ফের আলোচনার প্রয়োজন রয়েছে। গত পুরভোট নির্বাচনে ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রে আলোচনা হয়ে গিয়েছিল। তবে আসন্ন নির্বাচনে ফের আলোচনা প্রয়োজন। আগামী সপ্তাহে তা হতে পারে।''
#কলকাতা: বাংলার বিধানসভা ভোটে জোট করেও কার্যত উড়ে গিয়েছে বাম ও কংগ্রেস। তারপর থেকেই জোটের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠেছে দু দলের অন্দরেই। বামেদেরও একটা বড় অংশ কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধী। এই পরিস্থিতি ডিসেম্বর পুরভোটে কি আর কোনও জোট সম্ভাবনা রয়েছে? একেবারে তা উড়িয়ে দিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। তিনি বলেন, ''পুরভোটের আগে নতুন করে ফের আলোচনার প্রয়োজন রয়েছে। গত পুরভোট নির্বাচনে ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রে আলোচনা হয়ে গিয়েছিল। তবে আসন্ন নির্বাচনে ফের আলোচনা প্রয়োজন। আগামী সপ্তাহে তা হতে পারে।''
বামফ্রন্ট চেয়ারম্যানের মন্তব্যকে একেবারে উড়িয়ে দেননি প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। জোট প্রসঙ্গে প্রদীপ বাবুও বলেন, ''পুরভোট আঞ্চলিক স্তরের ভোট। তাই তা নিয়ে প্রদেশ স্তরে আলোচনা হবে। তাই এই বিষয়টি প্রদেশ নেতৃত্বের জন্যই ছেড়ে দেওয়া ভালো। এ বিষয়ে কোন পর্যালোচনা বামপন্থী নেতৃত্বরা চাইলে, আমাদের তরফে আলোচনা হবে। তবে রাজ্যে গত নির্বাচনে যে দৃষ্টিভঙ্গি ছিল, তার পরিবর্তন না করলে চলবে না।''
advertisement
advertisement
গরিব মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ বন্ধ করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আর্জি জানিয়েছেন তৃণমূলের লোকসভা সাংসদ সৌগত রায়। এই আর্জি জানিয়ে তিনি একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হওয়া নিয়ে সুর চড়িয়েছে বামেরাও। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাফ বলেন, ''করোনা পরিস্থিতিতে বিনামূল্যে রেশন বন্ধ করা উচিত হয়নি। অবশ্যই বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছিল, তা চালু রাখা উচিত।''
advertisement
তবে, রাজ্যের তৃণমূল সরকারকেও পেট্রোপন্যের বিষয়ে কটাক্ষ করেছেন তিনি। একটানা বেড়ে যাওয়ার পর সম্প্রতি পেট্রোল ও ডিজেলে শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যও তাঁদের প্রাপ্ত করের পরিমাণ কমিয়েছে। এ প্রসঙ্গেও রাজ্য সরকারের দিকে প্রশ্ন তুলে বিমান বসু বলেন, কেন্দ্র দাম যখন কমিয়েছে, তখন রাজ্যেরও দাম কমানো উচিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2021 12:50 PM IST