TMC || বিধায়কদের মনোবল ধরে রাখার টোটকা দিল তৃণমূল, পরিষদীয় বৈঠকে বড় সিদ্ধান্ত

Last Updated:

TMC || "বিধানসভায় বিরোধীরা আক্রমণাত্মক হলে, যুক্তি দিয়ে তাদের চেপে ধরুন৷" এমনটাই বলা হল বৈঠকে৷

#কলকাতা: দলের অবস্থান নিয়ে এবার কড়া তৃণমূল৷ "কারও যদি ভাবমূর্তি নষ্ট হয়, তার দায় নেবে না দল৷" বিধানসভার নওশাদ আলি কক্ষে সংগঠিত তৃণমূলের পরিষদীয় বৈঠকে এ কথাই মনে করিয়ে দিলেন শীর্ষনেতারা৷ উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি , দলের বিধায়কেরা৷
"বিধানসভায় বিরোধীরা আক্রমণাত্মক হলে, যুক্তি দিয়ে তাদের চেপে ধরুন
ব্যক্তি ভুল করলে দায় নেবে না দল। নিজেদের ভাবমূর্তি যথাযথ রাখুন একজন চুরি করলে বাকিরা দোষী নয়৷ ওয়েলে নামবেন না। নিজের আসন থেকেই জবাব দিন।" এমনটাই বলা হল বৈঠকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'মহিলারা মা দুর্গা হলে গায়ে হাত দিলে আপত্তি কেন?' শুভেন্দুর 'ডোন্ট টাচ' মন্তব্যে খোঁচা অভিষেকের
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল দুই নেতা জেলে৷ পার্থকে অবশ্য সব পদ থেকে সরানো হয়েছে৷ তবে এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে কোণঠাসা রাজ্যের শাসক দল বিরোধীদের আক্রমণের মুখোমুখি। এই পরিস্থিতিতে বিধানসভার বিশেষ অধিবেশন। নবান্ন অভিযানের পরই এই বিধানসভাকেই যে নিজেদের প্রতিবাদের মঞ্চ বানাতে চলেছে  বিরোধী বিজেপি তা সহজেই অনুমান করা যায়। এই সম্ভাবনা আঁচ করেই অধিবেশন কক্ষে বিধায়কদের মনোবল ধরে রাখার টোটকা দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC || বিধায়কদের মনোবল ধরে রাখার টোটকা দিল তৃণমূল, পরিষদীয় বৈঠকে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement