Bhabanipur By ELection: ভোটদানের হার নিয়েই চিন্তা মমতার, অঘটনের আশায় বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১১ সালেও তৃণমূল ক্ষমতা দখলের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় (Bhabanipore By ELection)৷
#কলকাতা: সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু ভবানীপুরে৷ আজ গোটা দেশের নজর থাকবে ভবানীপুরের উপনির্বাচনে (Bhabanipore By ELection)৷ কারণ এই কেন্দ্র থেকে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিততে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কারণেই এই উপনির্বাচন নিয়ে গোটা দেশের আগ্রহই তুঙ্গে৷ সকাল সাতটা থেকে ভবানীপুরে ভোট গ্রহণ শুরু৷
নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কিন্তু নিয়ম মেনে ছ' মাসের মধ্যে যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে তাঁকে বিধায়ক হতে হত৷ নিজের পুরোন কেন্দ্রকেই তাই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীকে ভোটে লড়ার জন্য জায়গা করে দিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব৷ ২০১১ সালেও তৃণমূল ক্ষমতা দখলের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা৷
advertisement
advertisement
জয় নিয়ে তৃণমূল শিবির নিঃসংশয় হলেও ভবানীপুরে ভোটদানের হার নিয়েই সবথেকে বেশি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়ে বার বার দলের নেতা, কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে ভোট দিতে অনুরোধ করেছেন তিনি৷ কারণ ভোট দানের হার কমে গেলে তার সুবিধা পেতে পারে বিরোধীরা৷
advertisement
অন্যদিকে দেরিতে হলেও ভবানীপুরে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি৷ ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে দলের কেন্দ্রীয় মন্ত্রীরাও এসেছেন৷ ভবানীপুের অঘটন ঘটবে, এমন দাবিও করেছেন অর্জুন সিং-এর মতো কয়েকজন বিজেপি নেতা৷ তবে গেরুয়া শিবিরের প্রাথমিক লক্ষ্যই হল নিজের ঘরের মাঠে মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা৷ অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে আর এক আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে৷
advertisement
ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন৷ উপনির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুরে যথেষ্ট উত্তেজনা রয়েছে৷ তাই গন্ডগোল এড়ানোর জন্য বুথে এবং বুথের বাইরে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তৈরি রাখছে কমিশন৷ শুধু ভবানীপুরেই ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ভবানীপুর ছাড়াও আজ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও ভোটগ্রহণ হবে৷ কিন্তু সবারই নজর ভবানীপুরের দিকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2021 5:48 AM IST