#কলকাতা: অবশেষে বিয়ে সেরে ফেললেন ইমন! রবিবার সকালে লেক গার্ডেনসের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নীলাঞ্জন ঘোষ- ইমন! আজ, ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে এদিনই।আজ সকাল থেকেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে ! দু'হাত ভরে মেহন্দি পরলেন গায়িকা। হলুদ শাড়ি, সোনার গয়না, হাতভর্তি মেহন্দিতে ইমনকে চেনাই দায়...
View this post on Instagram
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রি-ওয়েডিং শুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইমন, যা রীতিমতো হটকেক!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Iman Chakraborty