#কলকাতা: অবশেষে বিয়ে সেরে ফেললেন ইমন! রবিবার সকালে লেক গার্ডেনসের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নীলাঞ্জন ঘোষ- ইমন! আজ, ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে এদিনই।আজ সকাল থেকেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে ! দু'হাত ভরে মেহন্দি পরলেন গায়িকা। হলুদ শাড়ি, সোনার গয়না, হাতভর্তি মেহন্দিতে ইমনকে চেনাই দায়...
View this post on Instagram
গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। কনের সঙ্গে পাল্লা দিয়ে বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। ২ ফেব্রুয়ারি বালিতে বসছে ইমন-নীলাঞ্জনার বিয়ের আসর, নিমন্ত্রিত থাকবেন সঙ্গীত ও সিনেমা জগতের অনেকেই। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাউন করা পোশাক পরছেন কপোত-কপোতি। ২০২০ সালের অক্টোবরে বাগদান সেরেছিলেন ইমন-নীলাঞ্জন। আংটি বদলের পর কেক কেটে হয়েছিল সেলিব্রেশন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রি-ওয়েডিং শুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইমন, যা রীতিমতো হটকেক!