সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে বিজেপির পতাকা ছিল না, কিন্তু আবহ ছিল পুরো রাজনৈতিক
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শোভাযাত্রায় ঢাকের বাদ্য, আলোর ঝলক আর দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পরিবেশ। কোথাও বিজেপির পতাকা ছিল না, কিন্তু আবহ ছিল পুরো রাজনৈতিক।
কলকাতা: দুর্যোগ মাথায় নিয়েই কার্নিভালের আবহে গতকাল, রবিবার সেজে উঠেছিল শহর। রেড রোডে কার্নিভালের দিনই শহরে ছিল বিজেপির মিছিল। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এদিনই পথে নামে পদ্ম শিবির। দুপুর দু’টোয় কলেজ স্কোয়ারে জমায়েত হয়। সেখান থেকেই শুরু মিছিল।
মিছিল নিয়ে দীর্ঘ টানাপোড়েন চললেও শুক্রবারই শর্তসাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। এদিকে পুজোর কার্নিভালের কথা উল্লেখ করে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। জল গড়ায় আদালতে। শেষ পর্যন্ত সেখানেই শর্তসাপেক্ষে অনুমতি মেলে। বলা হয়েছে রুট বদলের কথা হয়। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে কলেজ স্কোয়ার থেকে অন্য রুটে মিছিল করতে হবে। ৫ নয়, ৩ হাজার সমর্থক নিয়ে মিছিল করা যাবে। একইসঙ্গে স্টেজ কত বড় হবে তা ঠিক করে দেবে পুলিশ। এমনই নির্দেশ দেয় আদালত।
advertisement
advertisement
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলন, “দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। কার্নিভাল বিশ্বায়নের উৎসব। পুজোর বিশ্বায়ন হচ্ছে এই কার্নিভাল। গত বছরও কী সব করার চেষ্টা করা হয়েছিল। তাতে কী এসে গিয়েছে। এত বড় কর্মযজ্ঞের মাঝে কোথায় কে হাঁটল, কী হল বিরোধীদের ওগুলোর কোনও প্রভাবই নেই।”
advertisement
শনিবার ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনের দিন। সজল ঘোষ এই শোভাযাত্রাকে ‘পরিবর্তন যাত্রা’ নাম দেন। মহিলাদের শঙ্খ বাজিয়ে অংশ নিতে অনুরোধ করা হয়েছিল। বিসর্জনের শোভাযাত্রায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
শোভাযাত্রায় ঢাকের বাদ্য, আলোর ঝলক আর দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পরিবেশ। কোথাও বিজেপির পতাকা ছিল না, কিন্তু আবহ ছিল পুরো রাজনৈতিক। শুভেন্দু অধিকারী বলেন, “এই র্যালি শুধু বিসর্জন নয়, বাংলায় পরিবর্তনের প্রার্থনা। তৃণমূলের স্বৈরাচারী রাজত্ব শেষ হওয়া দরকার।” তিনি দাবি করেন, “প্রশাসন বাধা দিয়েও থামাতে পারেনি। প্রায় ৫০ লক্ষ মানুষ এই পুজোয় এসেছিলেন। এই সাফল্য হিন্দু বাঙালির জয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 9:40 AM IST