Birbhum News: মাথায় কুমড়ো-আনারস থেকে কুমিরের বাচ্চা! কালীপুজোর পরেই ‘রঙিন’, চুলের উত্সব কোথায় হচ্ছে জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
কুমড়ো-আনারস থেকে কুমিরের বাচ্চা, কালীপুজো পর সিউড়িতে হেয়ার স্টাইলের ধুম! শহরজুড়ে রঙিন চুলের নিরঞ্জন উৎসব!
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: কালীপুজোর পর এখন প্রতিমা নিরঞ্জনের পালা চলছে চারদিকে। তবে সিউড়িতে এই নিরঞ্জন মানেই অন্যরকম উচ্ছ্বাস। এখানে প্রতিমা বিসর্জনের সঙ্গে চলে চুলের উৎসব! প্রতি বছরই সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের কালীপুজোর বিসর্জনের দিন ধরা পড়ে এক অভিনব চিত্র। রঙিন, অদ্ভুত আর আকর্ষণীয় হেয়ার স্টাইলের ঝলক।
advertisement
advertisement
সেলুন মালিক রবি ভান্ডারি জানান, "এবার মাথায় ৭-১০টা নতুন হেয়ার কালার এসেছে। কুমড়ো, কুমির, এমনকি একদম নতুন ডিজাইনও আছে। প্রতি বছর ভিড় বাড়ছে। অনেক ছেলেই সারা বছর চুল রাখে শুধু এই সময় ডিজাইন করানোর জন্য।" তার কথায় স্পষ্ট, এখন এই নিরঞ্জন মানেই এক প্রতিযোগিতা, কার চুলের ছাঁট সবচেয়ে ইউনিক!ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
