Birbhum News: মাথায় কুমড়ো-আনারস থেকে কুমিরের বাচ্চা! কালীপুজোর পরেই ‘রঙিন’, চুলের উত্‍সব কোথায় হচ্ছে জানেন?

Last Updated:
কুমড়ো-আনারস থেকে কুমিরের বাচ্চা, কালীপুজো পর সিউড়িতে হেয়ার স্টাইলের ধুম! শহরজুড়ে রঙিন চুলের নিরঞ্জন উৎসব! 
1/5
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: কালীপুজোর পর এখন প্রতিমা নিরঞ্জনের পালা চলছে চারদিকে। তবে সিউড়িতে এই নিরঞ্জন মানেই অন্যরকম উচ্ছ্বাস। এখানে প্রতিমা বিসর্জনের সঙ্গে চলে চুলের উৎসব! প্রতি বছরই সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের কালীপুজোর বিসর্জনের দিন ধরা পড়ে এক অভিনব চিত্র। রঙিন, অদ্ভুত আর আকর্ষণীয় হেয়ার স্টাইলের ঝলক।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: কালীপুজোর পর এখন প্রতিমা নিরঞ্জনের পালা চলছে চারদিকে। তবে সিউড়িতে এই নিরঞ্জন মানেই অন্যরকম উচ্ছ্বাস। এখানে প্রতিমা বিসর্জনের সঙ্গে চলে চুলের উৎসব! প্রতি বছরই সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের কালীপুজোর বিসর্জনের দিন ধরা পড়ে এক অভিনব চিত্র। রঙিন, অদ্ভুত আর আকর্ষণীয় হেয়ার স্টাইলের ঝলক।
advertisement
2/5
শনিবার রাত থেকেই শহরের বিভিন্ন হেয়ার কাটিং সেলুনে উপচে পড়ে ভিড়। হরেক রকম স্টাইল আর কালারে মেতে ওঠেন যুবকেরা। কেউ কুমড়ো, কেউ আনারস, কেউ আবার কুমিরের বাচ্চা! কারও মাথায় জটা, কারও হলুদ চুল, কেউ আবার নকল দক্ষিণ আফ্রিকার স্টাইলে সেজে উঠছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
শনিবার রাত থেকেই শহরের বিভিন্ন হেয়ার কাটিং সেলুনে উপচে পড়ে ভিড়। হরেক রকম স্টাইল আর কালারে মেতে ওঠেন যুবকেরা। কেউ কুমড়ো, কেউ আনারস, কেউ আবার কুমিরের বাচ্চা! কারও মাথায় জটা, কারও হলুদ চুল, কেউ আবার নকল দক্ষিণ আফ্রিকার স্টাইলে সেজে উঠছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সেলুন মালিক রবি ভান্ডারি জানান,
সেলুন মালিক রবি ভান্ডারি জানান, "এবার মাথায় ৭-১০টা নতুন হেয়ার কালার এসেছে। কুমড়ো, কুমির, এমনকি একদম নতুন ডিজাইনও আছে। প্রতি বছর ভিড় বাড়ছে। অনেক ছেলেই সারা বছর চুল রাখে শুধু এই সময় ডিজাইন করানোর জন্য।" তার কথায় স্পষ্ট, এখন এই নিরঞ্জন মানেই এক প্রতিযোগিতা, কার চুলের ছাঁট সবচেয়ে ইউনিক!ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
হেয়ার কাটিং করতে আসা যুবক সুবোধ দাস বললেন,
হেয়ার কাটিং করতে আসা যুবক সুবোধ দাস বললেন, "এইবার কুমিরের বাচ্চা ডিজাইন করছি! বছরভর অপেক্ষা ছিল এই দিনের জন্য।" তাদের উচ্ছ্বাস আর আনন্দে শহর যেন রঙিন হয়ে ওঠে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এখন এক সামাজিক উৎসবের রূপ নিয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
রবিবার দুপুরে হবে প্রতিমা নিরঞ্জন। শোভাযাত্রায় অংশ নেবে এইসব রঙিন চুলের যুবকের দল। তাদের অনন্য সাজ দেখতেই শহরের রাস্তায় ভিড় জমায় হাজারো মানুষ। সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন যেন শুধুই শেষযাত্রা নয়, এটি আনন্দ, রঙ আর তারুণ্যের এক উৎসব! ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
রবিবার দুপুরে হবে প্রতিমা নিরঞ্জন। শোভাযাত্রায় অংশ নেবে এইসব রঙিন চুলের যুবকের দল। তাদের অনন্য সাজ দেখতেই শহরের রাস্তায় ভিড় জমায় হাজারো মানুষ। সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন যেন শুধুই শেষযাত্রা নয়, এটি আনন্দ, রঙ আর তারুণ্যের এক উৎসব! ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement