বাংলায় কবে 'SIR'? দিনক্ষণ জানাতে সোমবার সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের! তালিকায় আর কোন কোন রাজ্য?

Last Updated:
সোমবার সন্ধ্যা নাগাদ গোটা ভারতের প্রথম পর্বের SIR-এর দিনক্ষণ জানাতে চলেছে কমিশন। এই পর্বে মোট ১০ থেকে ১৫টি রাজ্যের নাম ঘোষণা করা হবে। মূলত ২০২৬ সালে যে সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোট রয়েছে সেই রাজ্যগুলিকেই প্রথম পর্বে রাখা হয়েছে।
1/5
কী হবে এবার?
সোমবারেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-এর দিনক্ষণ জানাতে চলেছে নির্বাচন কমিশন।
advertisement
2/5
রাজারহাট ও বারাসতে জোড়া বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, নজরে SIR
সোমবার সন্ধ্যা নাগাদ গোটা ভারতের প্রথম পর্বের SIR-এর দিনক্ষণ জানাতে চলেছে কমিশন।
advertisement
3/5
SIR -এর জন্য কোন ১১টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হয়? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে:
এই পর্বে মোট ১০ থেকে ১৫টি রাজ্যের নাম ঘোষণা করা হবে। মূলত ২০২৬ সালে যে সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোট রয়েছে সেই রাজ্যগুলিকেই প্রথম পর্বে রাখা হয়েছে।
advertisement
4/5
১)যে কোনও কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/পিএসইউ-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগীর নামে জারি করা যে কোনও পরিচয়পত্র/পেনশন সার্টিফিকেট। ২) ০১.০৭.১৯৮৭ সালের পূর্বে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র।
সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ১ নভেম্বর থেকেই শুরু হয়ে যেতে পারে SIR-এর কাজ। সূত্রের খবর, যেহেতু পশ্চিমবঙ্গে আর কিছু মাসের মধ্যেই ভোট তাই BLO বা ব্লক লেভেল অফিসারদের সাহায্য করতে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারে কমিশন।
advertisement
5/5
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন। দু’দিন বৈঠক হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠানো হল
গোটা ভারতবর্ষে SIR বেশ কয়েক দশক হয়নি। এর মধ্যে বিহারে SIR শেষ হয়েছিল ২০০৩ সালে।
advertisement
advertisement
advertisement