Bengal Bjp: মমতার 'দুয়ারে সরকার', আর বিজেপির? বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের! ঘুরে যেতে পারে 'খেলা'

Last Updated:

Bengal Bjp: দুয়ারে সরকারের পাল্টা দুয়ারে কেন্দ্রীয় প্রকল্প। তৃণমূলের পাল্টা প্রচার বিজেপির।

বিজেপির নতুন প্ল্যান
বিজেপির নতুন প্ল্যান
#কলকাতা: রাজ্যে মমতার  দুয়ারে সরকারের পাল্টা দুয়ারে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে, গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে এবং শহরে পুরসভা এলাকায় প্রতি বুথে মমতার  ' দুয়ারে সরকারের ' পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে নামছে বিজেপি। প্রচারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে  মাথায় রেখে রাজ্যের গ্রামীণ এলাকাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।  ২০ জানুয়ারি দলের অঞ্চল সম্মেলন শেষ হওয়ার পরেই প্রতিটি পঞ্চায়েতে " বিশেষ ক্যাম্প " করে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করতে হবে। রাজ্য বিজেপির কেন্দ্রীয় মুখ্য পর্যবেক্ষক সুনীল বনশাল এই নির্দেশ দিয়েছেন।
সামনেই পঞ্চায়েত ভোট। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে, রাজ্যে এই ভোটই কার্যত সেমিফাইনাল  তৃণমূল, বিজেপির কাছে। পঞ্চায়েত জেতা লক্ষ্য না হলেও, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের গ্রামীণ এলাকায় নিচু তলার সংগঠনকে লোকসভা ভোটের জন্য গুছিয়ে নিতে মরিয়া বিজেপি। যত তাড়াতাড়ি সম্ভব অঞ্চল সম্মেলন শেষ করে পঞ্চায়েত ভিত্তিক প্রচার ও রাজনৈতিক আন্দোলন শুরু করতে চাইছে তারা। এই প্রচারে  তৃণমূলের দুয়ারে সরকার-কে নিশানা করে তার পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের প্রচারকে হাতিয়ার করছে বিজেপি। ২০ জানুয়ারি অঞ্চল সম্মেলন শেষ হলেই প্রতিটি পঞ্চায়েতে ও পুরসভায় বিশেষ শিবির করে এই প্রচার করতে নির্দেশ দিয়েছেন বনশাল।
advertisement
advertisement
শনিবার বিজেপির রাজ্য দফতরে উত্তর কলকাতা জেলা নেতৃত্বের সঙ্গে  সাংগঠনিক বৈঠকে সুনীল বনশাল বলেছেন, ''২০২১-এ বিধানসভা ভোটের আগে রাজ্যের মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পের 'সঠিক প্রচার' করতে পারিনি আমরা। এটা আমাদের ব্যর্থতা। মমতা বন্দেপাধ্যায়ের দুয়ারে সরকারের অধিকাংশ প্রকল্পই যে কেন্দ্রের টাকায় চলে, তা মানুষকে আমরা বোঝাতে পারিনি। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সেই প্রচারকে নীচের তলার মানুষের কাছে নিয়ে যেতে হবে। একইসঙ্গে, আন্দোলনের মধ্য দিয়ে দলকে প্রকৃত বিরোধী দল হয়ে উঠতে হবে বিজেপিকে।''
advertisement
বনশাল তার রুপরেখাও ছকে দিয়েছেন। এলাকায় এলাকায় কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত মানুষকে নিয়ে বিডিও অফিস, মহকুমা শাসকের দফতর ও জেলা শাসকের দফতরে  ধর্ণা, বিক্ষোভ, অবস্থান, স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
advertisement
ঠিক হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে শিবিরের পাশাপাশি, এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়েও  কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করতে হবে। এই প্রচারের জন্য কেন্দ্রীয় প্রকল্পের নাম এবং ওই প্রকল্পকে রাজ্য সরকার কীভাবে নিজের প্রকল্প বলে প্রচার করছে, তা বিশদে উল্লেখ করে বিশেষ তালিকা তৈরি করছে কেন্দ্র।
বৈঠকে উপস্থিত এক নেতার মতে,''মমতার কন্যাশ্রী, থেকে শুরু করে আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা যে কেন্দ্রের মোদি সরকারই দেয়, এ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। এটাই বনশালের নির্দেশ।
advertisement
রাজনৈতিক মহলের মতে, ২১ এর বিধানসভা ভোটে মমতার'' দুয়ারে সরকার " কার্যত দশ গোল দিয়েছে মোদি, শাহকে। রাজ্যে সরকার গড়ার হুঙ্কার দেওয়া মোদি, শাহের হাই ভোল্টেজ প্রচার মমতার এক চালে সরকার গড়ার স্বপ্নকে চুরমার করে বিরোধী দলের তকমায় সন্তুষ্ট হতে হয়েছিল বিজেপিকে। এবার, তাই এখন থেকে মেপে পা ফেলতে চাইছেন বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: মমতার 'দুয়ারে সরকার', আর বিজেপির? বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের! ঘুরে যেতে পারে 'খেলা'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement