College Service Commission: প্রথমবার বাংলায় প্রশ্নপত্র, রবিবার রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা! বড় চ্যালেঞ্জ
- Published by:Suman Biswas
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
College Service Commission: এদিনের সেট পরীক্ষা কে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কমিশনের। কমিশন সূত্রে খবর এবারে সেট দিতে চলেছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী।
#কলকাতা: গতবার থেকেই সেট পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার চেষ্টা করছিল কলেজ সার্ভিস কমিশন। আর এবার নজিরবিহীনভাবে সেট পরীক্ষার ১৬ থেকে ১৭ টি বিষয়ে প্রশ্নপত্র বাংলায় করছে কলেজ সার্ভিস কমিশন। মূলত হিউম্যানিটিস ও সোশ্যাল সাইন্সের প্রশ্নপত্র গুলি বাংলায় এবার করছে কলেজ সার্ভিস কমিশন। এই বিষয়গুলিতে ইংরেজির পাশাপাশি বাংলাতেও প্রশ্নপত্র থাকবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে।মোট ৩৩ টি বিষয় সেট পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন।যার মধ্যে ৫০ শতাংশেরও বেশি বিষয়ের প্রশ্নপত্র বাংলাতেই এবার করছে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
অন্যদিকে এদিনের সেট পরীক্ষা কে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কমিশনের। কমিশন সূত্রে খবর এবারে সেট দিতে চলেছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী। রাজ্যজুড়ে মোট ১০৮ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে ১৬ টি বিশ্ববিদ্যালয় ও ৯২ টি কলেজ রয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে নজরদারি করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের বিভিন্ন জেলায় সতর্ক করেছে উচ্চ শিক্ষা দপ্তর। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য একগুচ্ছ নির্দেশিকা সহ গাইডলাইনও দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে রেজিস্টার এবং কলেজগুলির ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের ওপর পরীক্ষা পরিচালনার মূল দায়িত্বভার থাকবে।
advertisement
advertisement
কমিশন সূত্রে খবর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কলেজ সার্ভিস কমিশনের দুজন করে অবজারভার রাখা হবে। পরীক্ষা শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবজারভারদের উপস্থিতিতেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ হবে। কমিশন সূত্রে খবর সংশ্লিষ্ট জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাই সেই জেলার সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এক প্রকার দায়িত্ব সামলাবেন। পাশাপাশি তিনি সেই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার হিসেবেও কাজ করবেন। অর্থাৎ প্রশ্নপত্র খোলা, বিতরণ সবই তারই তত্ত্বাবধানে হবে। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র যাতে কোনভাবেই সোশ্যাল সাইটে ভাইরাল না হয়ে যায় তার জন্য প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকেও বিশেষভাবে সতর্ক রাখার কথা বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: হাত ভাঙা থেকে সূত্রপাত, কিছুদিনেই সব শেষ! প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
যদি কোনও পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার জন্য অতিরিক্ত কোনো বন্দোবস্ত করতে হয় তাহলেও সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নেবেন বলেই কমিশনের তরফে জানানো হয়েছে। যে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে পরীক্ষা নেবে কমিশন ইতিমধ্যেই সেই জায়গা গুলিতে সিসিটিভি রয়েছে।ফলত সিসিটিভির মাধ্যমে নজরদারি পরীক্ষা সময় চলবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। সবমিলিয়ে এবারের সেট কে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক কলেজ সার্ভিস কমিশন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 9:43 AM IST