Bengal Bjp | Panchayat Election 2023 | EXCLUSIVE: আর নয় 'বহিরাগত' নেতা, পঞ্চায়েতের জন্য বিরাট সিদ্ধান্ত বিজেপির! দিল্লি থেকে নির্দেশ
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bengal Bjp | Panchayat Election 2023: রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত ছিল, এরাজ্যে সেভাবে কোনও মুখ ছিল না, মোদি আর বিজেপির 'বহিরাগত' নেতাদের এনে প্রচারই কাল হয়েছিল।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: একুশের ভোট থেকে শিক্ষা! পঞ্চায়েত ভোটের প্রচারে দিল্লি কিংবা অন্য রাজ্যের নেতাদের এবারে পঞ্চায়েত ভোটের প্রচারে এ রাজ্যে দেখা যাবে না। একুশের বিধানসভা ভোটের আগে দিল্লি কিংবা অন্যান্য রাজ্য থেকে একঝাঁক নেতা এসে বাংলায় কার্যত ঘাঁটি গেড়ে লাগাতার প্রচারে অংশ নিয়েছিলেন। কিন্তু বিজেপির ‘ইস বার দোশো পার’ স্লোগানে শেষ পর্যন্ত বাংলা দখলের স্বপ্ন ভঙ্গ হয় পদ্ম শিবিরের।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত ছিল, এরাজ্যে সেভাবে কোনও মুখ ছিল না, মোদি আর বিজেপির ‘বহিরাগত’ নেতাদের এনে প্রচারই কাল হয়েছিল। তাই পঞ্চায়েত ভোটের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ এ রাজ্যের যারা বিধায়ক সাংসদ রয়েছেন তাঁদের দিয়েই পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে জেলায় জেলায় সভা সহ বিভিন্ন রাজনৈতিক প্রচারে বঙ্গ পদ্ম নেতাদেরই মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী মূলত ২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে এ মাসেই বঙ্গ সফরে আসার কথা ছিল নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা থেকে শুরু করে একাধিক বড় নেতাদের। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই সেই সমস্ত নেতাদের বঙ্গ সফর বাতিল করা হয়েছে।
advertisement
সিদ্ধান্ত হয়েছে, প্রচার থেকে শুরু করে গ্রাম বাংলার আসন্ন পঞ্চায়েত ভোট পরিচালনার যাবতীয় সম্পূর্ণ দায়িত্বে থাকবেন শুধুমাত্র বঙ্গ বিজেপির নেতারাই। একদিকে বিজেপির নড়বড়ে সংগঠন, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে ‘বহিরাগত’ নেতাদের প্রচারে দেখা না মিললেও পঞ্চায়েত ভোটে সেই মোদির উপরই অনেকটা ‘ভরসা’ রাখছে বঙ্গ বিজেপি। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির অভিযোগ ইস্যু যেমন তুলে ধরা হবে প্রচারে, পাশাপাশি মোদি সরকারের বিভিন্ন গ্রাম বাংলার উন্নয়নমূলক প্রকল্পও প্রচারে হাতিয়ার করতে চলেছে বঙ্গ পদ্ম শিবির। এমনটাই খবর উঠে আসছে বিজেপির অন্দরমহল থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2023 11:37 AM IST








