Bengal BJP: ঘর গোছাতে ২ দিনের বৈঠকে বঙ্গ বিজেপি! কোন কোন বিষয়ে আলোচনা?
- Published by:Salmali Das
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: প্রায় ২ মাস হতে চলল রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। এখনও বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরি হয়নি। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য রবিবার দিল্লি উড়ে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
কলকাতাঃ প্রায় ২ মাস হতে চলল রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। এখনও বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরি হয়নি। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য রবিবার দিল্লি উড়ে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার অর্থাৎ আজ রাতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে কলকাতা ফেরার কথা তাঁর। তারপরই ২ ও ৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ও বুধবার বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক। ওই দুইদিনের বৈঠক নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে বিজেপিতে।
সাংগঠনিক বৈঠকে সুনীল বনসলরা কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। জানা গিয়েছে, ২ দিনের মধ্যে একদিন সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে সাংগঠনিক বৈঠক হবে। অন্যদিন সেক্টর ফাইভে দলীয় দফতরে বৈঠক হওয়ার কথা। বুথ সশক্তিকরণ, উৎসব পর্ব ও দলীয় নেতা কর্মীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হবে। আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সাংগঠনিক বৈঠকে আগামী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২ দিনের এই সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ছাড়াও অমিত মালব্য ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থাকার কথা।
advertisement
advertisement
বৈঠকে দেখা যেতে পারে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে জল্পনা বাড়ছে। আর তা শুরু হলে ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্মে দলীয় নেতা-কর্মীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের সেল ও মোর্চাগুলিকে নিয়ে আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে দলের কর্মীদের অভাব অভিযোগ শুনবেন শমীক ভট্টাচার্য্য। তবে আগামী নির্বাচনের আগে ঘর গোছাতে যে মরিয়া বিজেপি তা নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর বেশি করে স্পষ্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 5:37 PM IST