'হাতিয়ার' সিঙ্গুর! নভেম্বরে 'বড়' প্ল্যান! পঞ্চায়েত ভোটের আগে কোমর বাঁধছে বিজেপি শিবির

Last Updated:

রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলে পদযাত্রার কর্মসূচি চূড়ান্ত করল রাজ্য বিজেপি।

বঙ্গ বিজেপির হাতিয়ার সিঙ্গুর
বঙ্গ বিজেপির হাতিয়ার সিঙ্গুর
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপির হাতিয়ার সিঙ্গুর। রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলে পদযাত্রার কর্মসূচি চূড়ান্ত করল রাজ্য বিজেপি। নভেম্বরে হবে টানা চারদিনের পদযাত্রা। সিঙ্গুর থেকে নিউটাউনের সিলিকন ভ্যালি পর্যন্ত ৪ দিন ব্যাপী হবে এই পদযাত্রা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
জানা গিয়েছে, যুব মোর্চার ব্যানারে সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বে হবে এই পদযাত্রা। সিঙ্গুরের যে জমিতে টাটাদের ন্যানো গাড়ি কারখানা হওয়ার কথা ছিল সেখান থেকেই শুরু হবে মিছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও দলের সব সাংসদ ও বিধায়করাও পর্যায়ক্রমে অংশ নেবেন এই পদযাত্রায় বলে গেরুয়া শিবির সূত্রের খবর।
advertisement
advertisement
'সিঙ্গুরে শিল্প হয়নি। কৃষিও হচ্ছে না। আর নামে ‘সিলিকন ভ্যালি’ এখন মুখ ঢেকেছে জঙ্গলে। বাংলার ছেলেমেয়েরা এখন দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক। চাকরি বিক্রি হওয়া রাজ্যে শিক্ষিত যুবকরাও হতাশায় ভিন্‌রাজ্যে পাড়ি দিচ্ছেন বলে বারবারই অভিযোগে সরব হয় বঙ্গ পদ্ম শিবির। এমনই এক পরিস্থিতিতে যখন দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন তার ঠিক আগেই সিঙ্গুর ও সিলিকন ভ্যালিকে বিজেপির আন্দোলনের ক্ষেত্র ভূমি হিসেবে বাছা আসলে কৃষক দরদী মনোভাবকেই তুলে ধরতে চাইছে বঙ্গ বিজেপি বলে রাজনৈতিক মহলের অভিমত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'হাতিয়ার' সিঙ্গুর! নভেম্বরে 'বড়' প্ল্যান! পঞ্চায়েত ভোটের আগে কোমর বাঁধছে বিজেপি শিবির
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement