পুজোতেই 'লক্ষ্মীলাভ' পরিবহন দফতরের! পুজোর ক'দিনেই আয় ২ কোটি ৭৫ লক্ষেরও বেশি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
পুজোর প্রত্যেকদিন প্রায় ৭৮০ টি করে বাস পথে নেমেছে তেমনটাই বলছেন পরিবহন দফতরের আধিকারিকরা। যা থেকে আয় হয়েছে ২ কোটি ৩৫ লক্ষের টাকারও বেশি।
#কলকাতা: লকডাউন আর ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা যাত্রী পরিবহণকে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর শক্তি যোগালো কলকাতার দুর্গোপুজোকে ইউনেস্কোর ‘ইনটানজেবিল কালচারাল হেরিটেজ’ স্বীকৃতি। শহরের বুকে বাস নেই এই অভিযোগকে সামনে রেখে উৎসবের মেজাজ যাতে না হারায়, বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়েই পুরনো ভাড়াতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম বাস, লঞ্চ চালিয়েই ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যবসা করল।
পরিবহণ দফতরের কর্তাদের কথায়, এটা সর্বকালীন রেকর্ড। এটা সম্ভব হয়েছে দামী ডিজেলকে সঠিকভাবে ব্যবহার করতে দিনের বিভিন্ন সময় যাত্রী চাহিদা মতো পরিষেবার জোগানের ব্যবস্থা করে।পরিবহণ দফতরের হিসেব বলছে, শুধু লঞ্চ পরিষেবাই নয়, পুজোর প্রত্যেক দিন ৭৭৭ টি বাস পথে নেমেছে। যা থেকে পুজোয় ব্যবসা হয়েছে, ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার টাকারও বেশি। প্রতিদিন নিয়ম করে রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ১১টি রুটে ৩০ টি বাস চালোনা সম্ভব হয়েছে। টিকিট বিকিয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকার।
advertisement
advertisement
এছাড়াও এবার কলকাতা ও শহরতলি এবং কামারপুকুরকে কেন্দ্র করে পুজো পরিক্রমায় পাঁচটি প্যাকেজ রেখেছিল। তা থেকে ১৪ লক্ষ ৪৭ হাজার টাকার ব্যবসা হয়েছে। পরিবহণ মন্ত্রীর কথায়, এই উদ্যোগের ফলে আগামী দিনে আরও বেশি করে সরকারি বাস পথে নামানোর প্রচেষ্টা চালানো হবে। পরিবহন দফতরের আধিকারিকদের কথায় সরকারের নীতি অনুযায়ী ভাড়া না বাড়িয়েই যা সম্ভব হয়েছে।
advertisement
লকডাউনের পর বাস চালিয়ে দৈনিক ১৪ লক্ষ টাকা আয় করা যাচ্ছিল না। পুজোর কিছুটা আগে থেকেই ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যেই ধাপে ধাপে বিভিন্ন রুটে বাস বাড়িয়ে অনেক বেশি টাকার ব্যবসা করা সম্ভব হয়েছে। এজন্য কলকাতার তিনটি প্রধান বাণিজ্যিক এলাকাকে কেন্দ্র করে চালানো হয়েছে শপিং স্পেশাল। অন্যান্য বছরের মতো পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছিল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 10:31 AM IST