লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের

Last Updated:

এবার সর্বভারতীয় স্তরে বিজেপির সাত মোর্চার ইনচার্জদের নামের নতুন তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটের আগে মোর্চার কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে পরিবর্তন করল গেরুয়া শিবির।

লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদনপ্রাপ্ত বঙ্গ বিজেপি ৪২ টি কেন্দ্রের ইনচার্জদের নাম আগেই ঘোষনা করেছিল। এবার সর্বভারতীয় স্তরে বিজেপির সাত মোর্চার ইনচার্জদের নামের নতুন তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটের আগে মোর্চার কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে পরিবর্তন করল গেরুয়া শিবির। তবে কি কারণে এই পরিবর্তন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সর্বভারতীয় স্তরে বিজেপির সাতটি মোর্চার দায়িত্বে নতুন কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হল। লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির সাত কেন্দ্রীয় নেতারাই এবার থেকে গোটা দেশের মোর্চার কাজের তদারকি করবেন। সর্বভারতীয় স্তরে বিজেপির মোট সাতটি মোর্চা রয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, সংখ্যালঘু মোর্চা, এস সি মোর্চা, এস টি মোর্চা, ওবিসি মোর্চা এবং মাইনোরিটি মোর্চা। সর্বভারতীয় স্তরে সেই মোর্চা নেতৃত্বেই এই পরিবর্তন ঘটানো হল।
advertisement
advertisement
সর্বভারতীয় স্তরে সাত মোর্চা নেতৃত্বের যে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যুব মোর্চার দায়িত্ব সুনীল বনসল, মহিলা মোর্চার দায়িত্বে বৈজয়ন্ত জয় পান্ডা, কিষাণ মোর্চার দায়িত্বে বন্দী সঞ্জয় কুমার, এসসি মোর্চার তরুণ চুঙগ, এসটি মোর্চার রাধামোহন দাস আগরওয়াল, ওবিসি মোর্চার বিনোদ তাওডে, এবং মাইনরিটি মোর্চার নতুন ইনচার্জ করা হল দুষ্মন্ত কুমার গৌতমকে। লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরের মোর্চা বাহিনীকে আরও সক্রিয় করতেই এই রদবদল বলে বিজেপি সূত্রের খবর। এদিকে গত মাসের ৩০ তারিখ রাজ্য বিজেপি ৪২টি লোকসভা কেন্দ্রকে মাথায় রেখে যে ইনচার্জদের তালিকা প্রকাশ করেছে তাতে একদিকে সংগঠনকে মজবুত করার পাশাপাশি ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রায় বিভিন্ন সংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে বঙ্গ পদ্ম শিবির সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement