#কলকাতা: বিবাহবিচ্ছেদ হল বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) এবং মনোজিৎ মণ্ডলের। দু'পক্ষের সম্মতিক্রমে বিবাহবিচ্ছেদের রায় দিয়েছে আলিপুর আদালত। বুধবার বিকেলে তাঁদের ডিভোর্সের কাগজ নিয়ে যেতে বলা হয়েছে।
এ দিন রায়দানের সময় আলিপুর আদালতে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ও। তবে মনোজিৎ মণ্ডলকে সেখানে দেখা যায়নি। আদালত থেকে বাইরে এসে বৈশাখী জানিয়েছেন, 'আমরা মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানিয়েছিলাম। আজ শেষ শুনানির পরে আদালত রায় জানিয়েছে। বিচারক সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলেছেন মনোজিৎকে। তবে আমি সন্তানের খরচ চালাতে সক্ষম। তাই সেই টাকার প্রয়োজন নেই।'
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত অনুব্রত মণ্ডল! এ বারে কোন পথে সিবিআই তদন্ত?
এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'মুক্তির স্বাদ পেল বৈশাখী। আমিও অপেক্ষায় ছিলাম। সমস্ত ধরনের দায়িত্ব নেব। কোনও কিছুতে পিছপা হব না।' এ দিনও রঙ মিলিয়ে পোশাক পরে দু'জন আদালতে গিয়েছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেহুলও গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।