মেট্রো চালু হতেই এ বার কিছু রোজগারের আশায় বুক বাঁধছেন অটোচালকরা

Last Updated:

সোমবার শহরের লাইফ-লাইন মেট্রো চালু হয়ে যাওয়ায় প্রাণ ফিরে পেল অটো। যে তিন চাকার যান দৌড়তে গিয়েও ব্রেক ধরতে হচ্ছিল, সোমবার দ্রুতগামী হয়ে উঠল।

#কলকাতা: দীর্ঘ লকডাউন আর আনলকের প্যাঁচে অটো প্রায় যেন থমকে গিয়েছিল রাস্তায়। লকডাউন শেষ করে আনলকের দিনগুলিতে অটোর অভাব বোধ করে যাত্রার। তুলনামূলক কম দুরত্ব যাওয়ার জন্য পিছিয়ে পড়েছে অটো। যে যান ছিল করোনা অতিমারির আগে মেট্রো স্টেশনে যাওয়া বা বাড়ি ফেরার জন্য এক মাত্র পরিবহণ, এখন অটো যাত্রী পাচ্ছে না।
সোমবার শহরের লাইফ-লাইন মেট্রো চালু হয়ে যাওয়ায় প্রাণ ফিরে পেল অটো। যে তিন চাকার যান দৌড়তে গিয়েও ব্রেক ধরতে হচ্ছিল, সোমবার দ্রুতগামী হয়ে উঠল।মেট্রোর অনুমতি মিললেও সোমবার বিশেষ ভিড় ছিল না৷ ফলে অটোচালকরাও যাত্রী খুব একটা পাননি৷ তা সত্ত্বেও আশায় তাঁরা৷
এক অটোচালক জানাচ্ছেন, টালিগঞ্জ থেকে যাদবপুরের অটো চালিয়ে আগে পকেটে আসত ৪০০ টাকা, এখন তার পরিমাণ হয়েছে ১০০ টাকা। সোমবার মেট্রোর চাকা ঘুরতেই তার পরিমাণ বেড়ে হল দেড়শো টাকা। অটোচালক বাপি সাহার কথায়, 'এবার একটু প্যাসেঞ্জার হবে বলে মনে হচ্ছে৷ খুব দরকার যাত্রীর সংখ্যা বাড়া। যাত্রীদের আনাগোনা না বাড়লে পেট চালাবো কী করে?'
advertisement
advertisement
টালিগঞ্জ থেকে কুঁদঘাটের চালকদেরও একই অবস্থা। অটোচালক দেবাশিস পাল বলছেন, 'আগে প্রতিদিন পাঁচশো টাকা আসত৷ এখন আসে দুশো টাকার একটু বেশি।' ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হাজরা থেকে বেহালা অটো চালকের মত। তাঁদের কাছে মেট্রোরেল শহরে বুকে উত্তর থেকে দক্ষিণ গেলেও স্কুল ও কলেজ যাত্রীদের আনাগোনা না হলে আশাপূরণ হওয়া কষ্টকর। হাজরা থেকে খিদিরপুরের চালকদের মত, এত কম রোজগারের পরেও মেট্রোরেল যে কিছু পকেট ভরাবে তা আশা করা যায়। তবে মেট্রোরেল নানা সমস্যার জন্য হয়তো যাত্রী কম প্রথম দিনে। সমস্যার সমাধান হলে অটোর যাত্রী বাড়বে বলে আশাবাদী অটোচালকরা।
advertisement
SUSOBHAN BHATTACHARYA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রো চালু হতেই এ বার কিছু রোজগারের আশায় বুক বাঁধছেন অটোচালকরা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement