#ISL2016: আজ দিল্লি বনাম পুণে ম্যাচই ঠিক করে দিতে পারে মলিনার ভাগ্য
Last Updated:
জ্যামব্রোতা বনাম হাবাস ম্যাচেই ঠিক হয়ে যাবে মলিনার সেমিফাইনালে ওঠার ভাগ্য।
#কলকাতা: অ্যাটলেটিকো দি কলকাতা তাকিয়ে আজ দিল্লির দিকে। কারণ, জ্যামব্রোতা বনাম হাবাস ম্যাচেই ঠিক হয়ে যাবে মলিনার সেমিফাইনালে ওঠার ভাগ্য। যদিও এটিকে কর্তাদের দাবি, তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগেও সেমিফাইনাল খেলবে কলকাতা।
একটা গোলকিপার ছাড়া বাকি দলটা সুতোয় ঝুলছে। বৃহস্পতিবারের রবীন্দ্র সরোবর তা টের পেয়েছে। ম্যাচ শেষে মাথা নীচু করে কোচ হোসে মলিনা স্বীকার করেছেন, এখন অনেক ফাঁক রয়েছে। তবুও অ্যাটলেটিকো কলকাতার কর্তারা আশাবাদী, এবারও সেমিফাইনাল খেলবেন তাঁরা। রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছেন। বাকি চারটি ম্যাচে হিউম-পস্তিগাদের উপর আস্থা রেখে কোনওক্রমে শেষ চারে জায়গা পাকা করতে চান কলকাতার কর্তারা।
advertisement
পাঁচ মিনিটে গোল খেয়ে ৮৯ মিনিট পর্যন্ত লড়াই। তাই ম্যাচ শেষে হাফ ছেড়েছেন হিউম-পস্তিগারা। পরের ম্যাচের জন্য দম ধরে রাখতে চাইছেন তাঁরা।
advertisement
দশ ম্যাচে আপাতত ১৪ পয়েন্ট। দিল্লি বনাম পুণে ম্যাচের আগেও চার নম্বরে মলিনার কলকাতা। আগামী ২০ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2016 5:07 PM IST