ISL 2016: সমর্থকদের আরও একটা নিষ্প্রাণ ড্র ম্যাচ উপহার দিলেন হিউমরা
Last Updated:
অ্যাটলেটিকো দি কলকাতা : ০, এফ সি পুণে সিটি: ০
অ্যাটলেটিকো দি কলকাতা : ০
এফ সি পুণে সিটি: ০
#কলকাতা : গোলের সুযোগ মিস তো প্রতি ম্যাচেই হয় ৷ কিন্তু একজন ফুটবলার গোল করার বদলে মিস করাতে যদি হ্যাটট্রিক করে , তাহলে সেই দলের পক্ষে ম্যাচে জেতাটা সত্যি কঠিন ৷ শুক্রবার রবীন্দ্র সরোবরেও হোম টিম অ্যাটলেটিকো দি কলকাতার ক্ষেত্রে ঠিক তেমনটাই হল ৷ তিন তিন বার গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা মিস করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড জুয়ান কার্লোস বেলেনকোসো ৷ আর তাতেই আরও একটা ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এটিকের ফুটবলারদের ৷
advertisement
advertisement
এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে যে পূর্ণশক্তির দল তিনি নামাবেন না ৷ সেটা মোটামুটি এটিকে কোচ হোসে মলিনা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ৷ রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেওয়ারই ম্যাচ ছিল শুক্রবার ৷ পস্তিগা, হিউম, দেবজিৎ বা দ্যুতিরা এদিন প্রথম দলে না থাকলেও ছিলেন লারা , অ্যারোয়ো, অবিনাশ রুইদাসদের মতো এবছরের মোটামুটি সফল ফুটবলাররা ৷ তবে এদিন এটিকে-র থেকেও এফ সি পুণে সিটির খেলা দেখে বেশি হতাশ হয়ে থাকবেন মাঠে উপস্থিত ১২, ৪২০ জন দর্শক ৷ গোটা ম্যাচে মনে রাখার মতো কোনও আক্রমণই করতে পারেনি হাবাস ব্রিগেড ৷ যেন সেমিফাইনালে উঠতে না পারার দুঃখে প্রথম থেকেই মিইয়ে ছিল তারা ৷ এটিকে-র প্রাক্তনী অ্যান্তনিও হাবাস প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, হয়তো সেমিফাইনাল উঠতে পারিনি ৷ কলকাতায় এসে নস্ট্যালজিকও লাগছে ৷ কিন্তু মাঠে নেমে তিন পয়েন্ট নিয়েই এবারের অভিযান শেষ করতে চাই ৷ কিন্তু কোথায় কী ! গুটিকয়েক আক্রমণ ছাড়া সেভাবে গোলের সুযোগই এদিন তৈরি করে উঠতে পারেনি পুণে ৷ এদিকে আরও একটা ম্যাচ ড্র করার পর গোটা লিগ পর্যায় অ্যাটলেটিকোর ড্র সংখ্যা দাঁড়াল ৮ ৷ অর্থাৎ মোট ১৪ টা ম্যাচ খেলে মাত্র ৪টি-তে জয় এবং দু’টিতে হার ৷ বাকি সব ম্যাচ ড্র করেই সেমিফাইনালে প্রবেশ করেছে হোসে মলিনার দল ৷ কিন্তু এখন যা অবস্থা, তাতে চতুর্থ হয়েই হয়তো শেষ চারে যেতে হবে এটিকে-কে ৷ কারণ কেরালা বা নর্থ-ইস্টের পক্ষে তাদের শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পাশাপাশি অ্যাটলেটিকোর পয়েন্টকে ছাপিয়ে যাওয়ার এখন প্রবল সুযোগ রয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 02, 2016 11:06 PM IST