#কলকাতা: তোমার পরিচয় কী? তোমার পদবী কী? কেন্দ্রের এক আঁচড়ে নিজভূমে পরবাসী ৪০ লক্ষ মানুষ ৷ অসমের নাগরিকপঞ্জী থেকে বাদ রয়ে যাওয়া সেই দেশহারা মানুষদের যন্ত্রণাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে ৷
মোদি সরকারকে বিঁধতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র এবার কবিতা। মুখ্যমন্ত্রীর লেখা এই কবিতার নাম - পরিচয়। কবিতার ছত্রে ছত্রে নাম না করে মোদি সরকারকে কটাক্ষ। কোথাও অসমের নাগরিকপঞ্জিতে ৪০ লক্ষ মানুষের নাম না ওঠার প্রেক্ষাপট। কোথাও আবার বিজেপির বিরুদ্ধে তিনি যে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলেন, সেই খোঁচা।
আরও পড়ুন
নাম না করে কবিতার মধ্যে দিয়ে তৃণমূল নেত্রীর দাবি, মোদি সরকারের বিরোধিতা করলেই দেখতে হচ্ছে শাসকের রক্তচক্ষু। আজ, সোশাল মিডিয়ায়, ‘পরিচয়’ কবিতাটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam NRC, CM Mamata Banerjee, Mamata Banerjee written poem on NRC Issue, NRC Controversy, NRC issue