Ashish Vidyarthi | Shakuntala Barua: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে দীর্ঘ সংসার, এখন ফের দ্বিতীয় বিয়ে! কী লিখলেন আশিসের প্রাক্তন স্ত্রী

Last Updated:

এর আগে টলিউডের অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন আশিস বিদ্যার্থী৷ অতীতে জামাই ষষ্ঠীর দিন দক্ষিণের জামাইকে গুছিয়ে বাঙালি রান্নাও খাওয়াতে দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে৷ আশিস ও শকুন্তলা কন্যা রাজশীর একটি তেইশ বছরের পুত্রসন্তানও রয়েছে৷ তাঁর নাম আর্থ বিদ্যার্থী৷

কলকাতা: জামাইষষ্ঠীর দিন সকলকে চমকে দিয়ে এই কলকাতাতেই দ্বিতীয় বিয়ে সেরেছেন কলকাতার জামাই আশিস বিদ্যার্থী৷ গুটি কয়েক আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতে ঘরোয়া অনুষ্ঠানে অসমের রুপালি বড়ুয়ার সঙ্গে আইনি পথে গাঁটছড়া বেঁধেছেন এই বলিউড অভিনেতা৷
এর আগে টলিউডের অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন আশিস বিদ্যার্থী৷ অতীতে জামাই ষষ্ঠীর দিন দক্ষিণের জামাইকে গুছিয়ে বাঙালি রান্নাও খাওয়াতে দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে৷ আশিস ও শকুন্তলা কন্যা রাজশীর একটি তেইশ বছরের পুত্রসন্তানও রয়েছে৷ তাঁর নাম আর্থ বিদ্যার্থী৷
আরও পড়ুন: আসছে এক্কেবারে নতুন ৭৫ টাকার কয়েন! নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন স্মরণীয় করতে অভিনব সিদ্ধান্ত!
গত বৃহস্পতিবার, জামাই ষষ্ঠীর দিন আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের কথা সামনে আসার পরে অবশ্য এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি রাজশী৷ তবে গত ১৭ ঘণ্টায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি পোস্ট করেছেন৷ যা পড়ে অনেকেরই মনে হয়েছে, স্বামীর দ্বিতীয় বিয়েতে তিনি যথেষ্ট কষ্ট পেয়েছেন৷
advertisement
advertisement
ইনস্টাগ্রাম পোস্টে রাজশী (পিলু বিদ্যার্থী) লিখেছেন, ‘যে সঠিক মানুষ, সে কোনওদিন তোমার মনে এই প্রশ্ন আনবে না যে, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা৷ এমন কোনও কাজ তারা করবে না, যা তোমাকে কষ্ট দেয়৷ সব সময় এই কথা মনে রাখবে৷’
advertisement
আরও একটি পোস্টে রাজশী লিখেছেন, ‘সমস্ত দ্বিধা, অতি চিন্তা এখনই তোমার মন থেকে সরে যাক৷ সমস্ত ধন্দ কাটিয়ে সবকিছু স্পষ্ট হোক তোমার কাছে৷ তোমার জীবনজুড়ে শান্তি নেমে আসুক৷ বহুদিন ধরেই তুমি লড়াই করে চলেছ৷ এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক৷ এটা তোমার প্রাপ্য৷’
নিজের হাসিমুখের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাজশী লিখেছেন, ‘জীবনের ধাঁধায় ধাঁধিয়ে যেও না৷’
advertisement
advertisement
গতকাল, ২৫ মে দ্বিতীয় বিয়ে সারার পরে সংবাদ মাধ্যমকে আশিস জানিয়েছিলেন, ‘‘জীবনের এই পর্যায়ে এসে রুপালির সঙ্গে বিয়ে করে অদ্ভুত অনুভূতি হচ্ছে৷ আমরা সকালে কোর্ট ম্যারেজ করেছি৷ তারপরে সন্ধেবেলা একটা ছোট গেট টুগেদার৷’’
ষাটোর্ধ্ব অভিনেতা জানান, কলকাতার ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রুপালির সঙ্গে তাঁর আলাপ বেশ কয়েকদিন আগেই হয়েছে৷ তারপরে তাঁরা দুজনেই সম্পর্কটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ দুজনেই চেয়েছিলেন ছোট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিবাহ পর্ব সারতে৷
advertisement
প্রায় ১১টি ভাষায় ৩০০টিরও উপরে সিনেমা করেছেন আশিস বিদ্যার্থী৷ ১৯৮৬ সালে শুরু তাঁর অভিনয় জীবন৷ আর এখন অভিনয়ের পাশাপাশি, ফুড ব্লগিংও করছেন আশিস৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashish Vidyarthi | Shakuntala Barua: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে দীর্ঘ সংসার, এখন ফের দ্বিতীয় বিয়ে! কী লিখলেন আশিসের প্রাক্তন স্ত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement