হোম /খবর /দেশ /
আসছে এক্কেবারে নতুন ধাঁচের ৭৫ টাকার কয়েন! কবে? হঠাৎ কেনই বা এই সিদ্ধান্ত?

New Parliament Building | Rs 75 Coin: আসছে এক্কেবারে নতুন ৭৫ টাকার কয়েন! নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন স্মরণীয় করতে অভিনব সিদ্ধান্ত!

৪৪ মিলিমিটার ব্যাসার্ধের কয়েনটির ধার বরাবর ২০০টি দাগ থাকছে৷ ওজন ৩৫ গ্রাম৷ ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হচ্ছে এই মুদ্রা৷

  • Share this:

নয়াদিল্লি: আগামী ২৮ মে, রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে ভারতের নতুন সংসদ ভবনের৷ এই উদ্বোধনী অনুষ্ঠানের কথা ঘোষণা ইস্তকই এ নিয়ে বিতর্ক তুঙ্গে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর পরিবর্তে প্রধানমন্ত্রী কেন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে সরব বিরোধীরা৷ দেশের ২০টি দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে৷ সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা৷ এমনকি, হিন্দুত্ববাদী নেতা বীর সাভারকারের জন্মদিনটিই এই উদ্বোধনী অনুষ্ঠানের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস৷

তবে এই সব বিতর্ক সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু চলছে জোরকদমে৷ দিন দুয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ওই দিনই সেনার তৈরি রাজদণ্ড সংসদের অধ্যক্ষের আসনের পাশে প্রতিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রসঙ্গত, ভারত স্বাধীন হওয়ার সময় এই সোনার রাজদণ্ডই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন৷

আরও পড়ুন: সংসদ ভবন বিতর্কের জল আরও গড়াল! মোদির উদ্বোধন নিয়ে ক্ষুব্ধ আদিবাসী সমাজের একাংশ, জারি বিবৃতি

এবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, এই বিশেষ মহূর্তকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ৭৫ টাকার কয়েনও সামনে আনা হচ্ছে ওই দিন৷

জানা গিয়েছে, ওই কয়েনের একদিকে থাকবে অশোকস্তম্ভের সিংহ৷ তার নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’ এবং ৭৫ সংখ্যা৷ তার একপাশে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, অন্যপাশে ইংলিশে ‘ইন্ডিয়া’৷

কয়েনটির অন্যপাশে থাকবে নতুন সংসদ ভবনের প্রতিকৃতি৷ প্রতিকৃতির উপরের দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সঙ্কুল’ এবং নীচে ইংলিশে লেখা থাকবে ‘পার্লামেন্টারি কমপ্লেক্স’৷

৪৪ মিলিমিটার ব্যাসার্ধের কয়েনটির ধার বরাবর ২০০টি দাগ থাকছে৷ ওজন ৩৫ গ্রাম৷ ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হচ্ছে এই মুদ্রা৷

আগামী ২৮ তারিখের অনুষ্ঠানে ২৫ টি রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিত থাকার কথা৷ তবে উপস্থিত থাকছে না, আপ, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Narendra Modi, New parliament building