New Parliament Building | Narendra Modi: সংসদ ভবন বিতর্কের জল আরও গড়াল! মোদির উদ্বোধন নিয়ে ক্ষুব্ধ আদিবাসী সমাজের একাংশ, জারি বিবৃতি

Last Updated:

সংবিধানের ৭৯ অনুচ্ছেদ তুলে ধরেছে আদিবাসী কংগ্রেস। তাদের বক্তব্য, " সংবিধান অনুযায়ী সংসদ তৈরি হবে রাষ্ট্রপতিকে নিয়ে এবং সেখানে দুটি সভা থাকবে। একটি হবে রাজ্যগুলির সভা এবং অপরটি হল জনপ্রতিনিধিদের সভা।" একইসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে ২০২০ সালে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মোদি সরকারের অস্বস্তি আরও বাড়ল। রাষ্ট্রপতিকে এড়িয়ে সংসদ ভবনের উদ্বোধন করার নিন্দা করে বিবৃতি জারি করল আদিবাসী কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদিবাসী সমাজের সাংবিধানিক অধিকার খর্ব করার অধিকার তোলা হয়েছে সংগঠনের তরফে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা। তাঁকে দিয়ে কেন উদ্বোধন করানো হল না সে প্রশ্ন তুলেছে আদিবাসী কংগ্রেস।
সংবিধানের ৭৯ অনুচ্ছেদ তুলে ধরেছে আদিবাসী কংগ্রেস। তাদের বক্তব্য, ” সংবিধান অনুযায়ী সংসদ তৈরি হবে রাষ্ট্রপতিকে নিয়ে এবং সেখানে দুটি সভা থাকবে। একটি হবে রাজ্যগুলির সভা এবং অপরটি হল জনপ্রতিনিধিদের সভা।” একইসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে ২০২০ সালে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
advertisement
advertisement
আদিবাসী সমাজের বক্তব্য, এর মধ্যে দিয়ে সমাজের দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব স্পষ্ট হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে রামনাথ কোভিন্দ এবং ভবনের উদ্বোধনে দ্রৌপদী মূর্মুকে আমন্ত্রণ না জানানোয় সমাজের দলিত এবং আদিবাসী সমাজের মনে গভীর আঘাত লেগেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, সংসদ ভবন উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে আবেদন করা হয়েছে, যেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি, সেই বিষয়ে দেশের শীর্ষ আদালত যেন সংসদের সচিবালয়কে নির্দেশ দেয়৷ অভিযোগ করে বলা হয়েছে, ভারত সরকার ভারতীয় সংবিধানকে লঙ্খন করছে, সংবিধানের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছে না৷
advertisement
এই বিষয়ে মামলা করেছেন অ্যাডভোকেট সি আর জয়া সুকিন৷ আবেদনে লেখা হয়েছে, ‘ভারতের সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা৷ তার মধ্যে রয়েছেন দেশের রাষ্ট্রপতি ও রয়েছে দু’টি কক্ষ৷ রাজ্যসভা ও লোকসভা৷ ভারতের রাষ্ট্রপতি সংসদের এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ তা হলে কেন নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে ও বর্তমানে উদ্বোধনের অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতিকে বাইরে রাখা হল৷ এই ঘটনার ফলে দেশের মানুষের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা হল৷’
advertisement
রাজীব চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দেশ/
New Parliament Building | Narendra Modi: সংসদ ভবন বিতর্কের জল আরও গড়াল! মোদির উদ্বোধন নিয়ে ক্ষুব্ধ আদিবাসী সমাজের একাংশ, জারি বিবৃতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement