Asani Cyclone Effect: 'অশনি'-র জেরে ভাসতে পারে শহর! সব কর্মীর ছুটি বাতিল কলকাতা পুরসভার

Last Updated:

প্রস্তুত রাখতে বলা হয়েছে অস্থায়ী জেনারেটর সেট। (Asani Cyclone Effect)

Asani Cyclone Effect
Asani Cyclone Effect
#কলকাতা: অশনি আশঙ্কায় ছুটি বাতিল কলকাতা পুরসভার কর্মচারীদের। কলকাতা পুরসভার সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রয়োজনে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব যতদিন থাকে ততদিন পর্যন্ত এই ছুটি বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার। পাশাপাশি পুরসভার নিকাশি, জঞ্জাল সাফাই, উদ্যান বিভাগ, সিভিল এবং আলো, জল সরবরাহ-সহ সমস্ত বিভাগের ডিজিদের আমফান-এর মতো প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে অস্থায়ী জেনারেটর সেট। (Asani Cyclone Effect)
আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অশনি', পুরী থেকে আর কত দূরে? জানুন আপডেট
ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ ১৩ জন মেয়র পারিষদকে ১৬ টি বড় দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বরো ভিত্তিক ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। রবিবার বিকেলেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এখন অবস্থান করছে এটি। শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই মঙ্গলবার পর্যন্ত অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে থাকবে অশনি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
আরও পড়ুন: বজ্র আঁটুনি! ছাত্রীকে নৃশংস খুনের পরই বড় সিদ্ধান্ত বহরমপুর পুরসভার
এর প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলায়। জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে পুরসভার আধিকারিক থেকে নিচুতলার কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে শহর কলকাতার কোনও এলাকায় বেশিক্ষণ যাতে জল না জমে থাকে, তা নিশ্চিত করতে শনিবারই ডিজি নিকাশি-কে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asani Cyclone Effect: 'অশনি'-র জেরে ভাসতে পারে শহর! সব কর্মীর ছুটি বাতিল কলকাতা পুরসভার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement