Bangladeshi citizen arrested: আদালতে হাজির করানো হল ধৃত বাংলাদেশিকে, পুলিশ হেফাজতের নির্দেশ

Last Updated:

Bangladeshi citizen arrested: পার্ক স্ট্রিট থানায় ধৃত আবিদুর রহমানকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবির দাবি, অভিযুক্তের কাছে কোন ভ্যালিড ডকুমেন্ট নেই।

গ্রেফতার বাংলাদেশিকে আদালতে হাজির করানো হল।
গ্রেফতার বাংলাদেশিকে আদালতে হাজির করানো হল।
কলকাতা: পার্ক স্ট্রিট থানায় ধৃত আবিদুর রহমানকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবির দাবি, অভিযুক্তের কাছে কোন ভ্যালিড ডকুমেন্ট নেই। সে আদতে বাংলাদেশি নাগরিক। তার থেকে জাল আধার এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে।
পাশাপাশি সরকারি আইনজীবী আরও বলেন, “আমরা মনে করছি জাল আধার কার্ড এবং প্যান কার্ডের বানানোর রাকেটের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে। সেই সঙ্গে জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও এর যোগাযোগ থাকতে পারে। গোটা বিষয়ে বিশদে তদন্তের জন্য আমরা পূর্ণ সময়ের জন্য পুলিশি হেফাজতের (অর্থাৎ ৯/১/২০২৫ পর্যন্ত) আবেদন জানাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336(2), 337, 338, 340(2) ধারায়, 14 foreigners act ধারায় মামলা দায়ের করা হয়েছে।
advertisement
advertisement
বিচারক ৬/১/২০২৫ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, ধৃত দাবি করছেন যে তিনি ১২ বছর ধরে খিদিরপুর এলাকাতে থাকেন। যদিও বাংলাদেশে তার পরিবার আছে কিন্তু তিনি, বাংলাদেশে গত ১২ বছর ধরে যাননি।
এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা রয়েছে ধৃতের, এমনটাই সূত্র মারফত দাবি। তবে ধৃতের আধার কার্ডে যে ঠিকানা পাওয়া গিয়েছে, তা মধ্যমগ্রামের। যদিও, সেই ঠিকানা ভুয়া বলেই মনে করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladeshi citizen arrested: আদালতে হাজির করানো হল ধৃত বাংলাদেশিকে, পুলিশ হেফাজতের নির্দেশ
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement