Death mystery: মালদহে ভয়ঙ্কর ঘটনা! আমবাগানে পুড়ছে দেহ, গলগল করে বেরিয়ে আসছে রক্ত

Last Updated:

Death mystery: শুক্রবার সকালে দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা মালদহ। নির্জন আম বাগানে প্রকাশ্যে পুড়ছে দেহ। বেরিয়ে আসছে রক্ত। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।

রহস্যমৃত্যু...
রহস্যমৃত্যু...
মালদহ: শুক্রবার সকালে দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা মালদহ। নির্জন আম বাগানে প্রকাশ্যে পুড়ছে দেহ। বেরিয়ে আসছে রক্ত। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।
হঠাৎই স্থানীয় মানুষ দেখেন, খড়ের আগুনে জ্বলন্ত দেহ থেকে বেরিয়ে আসছে রক্ত। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মালতীপুরে। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় হাজির হয়। দেহটি পুরুষ না মহিলার দেহ, তা এখনও স্পষ্ট নয়। খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনই সন্দেহ।
advertisement
advertisement
যদিও স্থানীয়দের দাবি, মহিলার মৃতদেহ পোড়ানো হয়েছে বাগানে। মালদাহের চাচোল-২ ব্লক অফিসের কাছে সকালে এই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের। দূর থেকে ধোঁয়া এবং আগুন দেখে কাছে এসে চমকে ওঠেন স্থানীয়রা। খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে।
advertisement
আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। পরে শরীরের নব্বই ভাগেরও বেশি পোড়া অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Death mystery: মালদহে ভয়ঙ্কর ঘটনা! আমবাগানে পুড়ছে দেহ, গলগল করে বেরিয়ে আসছে রক্ত
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement