Death mystery: মালদহে ভয়ঙ্কর ঘটনা! আমবাগানে পুড়ছে দেহ, গলগল করে বেরিয়ে আসছে রক্ত
- Reported by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Death mystery: শুক্রবার সকালে দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা মালদহ। নির্জন আম বাগানে প্রকাশ্যে পুড়ছে দেহ। বেরিয়ে আসছে রক্ত। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।
মালদহ: শুক্রবার সকালে দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা মালদহ। নির্জন আম বাগানে প্রকাশ্যে পুড়ছে দেহ। বেরিয়ে আসছে রক্ত। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।
হঠাৎই স্থানীয় মানুষ দেখেন, খড়ের আগুনে জ্বলন্ত দেহ থেকে বেরিয়ে আসছে রক্ত। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মালতীপুরে। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় হাজির হয়। দেহটি পুরুষ না মহিলার দেহ, তা এখনও স্পষ্ট নয়। খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনই সন্দেহ।
advertisement
advertisement
যদিও স্থানীয়দের দাবি, মহিলার মৃতদেহ পোড়ানো হয়েছে বাগানে। মালদাহের চাচোল-২ ব্লক অফিসের কাছে সকালে এই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের। দূর থেকে ধোঁয়া এবং আগুন দেখে কাছে এসে চমকে ওঠেন স্থানীয়রা। খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে।
advertisement
আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। পরে শরীরের নব্বই ভাগেরও বেশি পোড়া অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2024 2:32 PM IST







