কলকাতা: এস এস সি শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় মঙ্গলবার আদালতে ভার্চুয়াল শুনানি চলে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের। এদিন মামলার শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় বিচারককে জানান, "আমি জানি আমি নির্দোষ। আমাকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আমি 'মেন্টাল টর্চার' ফেস করছি। আমার সোশ্যাল প্রেস্টিজ হ্যাম্পার চলছে। এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে আমার বিরুদ্ধে।"
এই SSC মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ও এদিন বিচারকের কাছে জানান, "কান্নাকাটি করে. আমি রাজনীতি করি না। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।" অর্পিতার আইনজীবীর আবেদন, "গাইনোকোলজি প্রবলেম আছে অর্পিতার। কিন্তু তার জন্য উপযুক্ত কেয়ার নেওয়া হচ্ছে না।" তিনি আরও বলেন, "অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হোক। শুধু পেইন কিলার দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: ‘আপাতত বিদায়...’, BJP ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র! ফেসবুক পোস্ট দিয়ে আসল 'কারণ' ঘোষণা
একদা রাজ্যের প্রথম সারির মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রভাব এবং দাপট দুটোই ছিল যথেষ্ট। কিন্তু জেলবন্দি হওয়ার পর সবই গিয়েছে তাঁর। এখন তিনি প্রায় সাত মাস জেলবন্দি। ইডি তাঁকে গ্রেফতার করে। শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে বিচারাধীন বন্দি তিনি। কিন্তু মামলায় জামিনে মুক্তির অপেক্ষা ক্রমশ দীর্ঘতর হচ্ছে। বাড়ছে বন্দিদশার মেয়াদ। বৈভবের জীবন হাতছাড়া হয়ে এখন আধা অন্ধকার গারদে থাকতে হচ্ছে। আর তার জেরে পার্থবাবু এখন মানসিকভাবে বিধ্বস্ত। ভেঙে পড়েছেন তিনি।
এবার সেই পার্থ চট্টোপাধ্যায়ই বড় দাবি জানালেন বিচারকের সামনে। একইভাবে শারীরিক অসুস্থতার কথা বলে প্রয়োজনীয় কেয়ারের আবেদন এই মামলার অপর মূল অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়েরও। বিচারক যদিও জানিয়েছেন, 'আমার এটা এক্তিয়ার নেই. আমি কেয়ার নিতে বলতে পারি জেলকে।' আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, Partha Cahtterjee, SSC