Arpita Mukherjee: বিরাট দুঃসংবাদ অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনে! জেলের মধ্যেই ভেঙে পড়লেন, প্যারোলে ৫ দিনের মুক্তি

Last Updated:

Arpita Mukherjee: ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা।

প্যারোলে মুক্ত অর্পিতা
প্যারোলে মুক্ত অর্পিতা
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত। মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা।
২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের গ্রেফতার করেছিল। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর টাকা উদ্ধার করে ইডি। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। সঙ্গে ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। মিলেছিল সাতটি ভিন দেশের মুদ্রাও।
advertisement
advertisement
গ্রেফতারির পর কেটে গিয়েছে দু বছরের বেশি সময়। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।
পার্থ এবং অর্পিতা দুজনেই বর্তমানে জেলে বন্দি। তাঁদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন। সূত্রের খবর, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তাঁর মৃত্যু হয়েছে। তাই তাঁর অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য মেয়ে অর্পিতার প্যারোল মঞ্জুর করেছে আদালত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: বিরাট দুঃসংবাদ অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনে! জেলের মধ্যেই ভেঙে পড়লেন, প্যারোলে ৫ দিনের মুক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement