GK: দৈর্ঘ্য ৭ কিলোমিটার, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোনটি বলুন তো? নামটা শুনে জাস্ট চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: ডায়মন্ড হারবার রোড থেকে তারাতলা রোড হয়ে বাটা, বজবজ যাওয়া বহু দিনই ছিল নরকযন্ত্রণা।
দুরত্ব প্রায় সাত কিলোমিটার। বজবজ ট্রাঙ্ক রোড ধরে গেলে গাড়িতে লাগে ঘণ্টাখানেক। সেই রাস্তা বরাবরই তৈরি হয়েছে রাজ্যের দীর্ঘতম উড়লপুল। তারাতলার জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড়ে পৌঁছনো যাবে মিনিট দশেকেই। ২০১৯ সালে উদ্বোধন হয় এই উড়ালপুলের। এতদিন সাড়ে চার কিলোমিটারের 'মা' উড়ালপুলটিই ছিল রাজ্যের দীর্ঘতম। কিন্তু এই সেতু তৈরি হওয়ার পর এটিই রাজ্যের দীর্ঘতম।
advertisement
advertisement
কামালগাজি থেকে গোবিন্দপুর পর্যন্ত ইএম বাইপাসের সম্প্রসারণে আমূল বদলেছে কামালগাজি, নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুরের মতো এলাকা। দু'ধারে গড়ে উঠছে অসংখ্য বড় আবাসন। সম্প্রীতি উড়ালপুল চালু হওয়াতেও বজবজ, বাটা, মহেশতলা, পুজালির মতো পুর-শহর বদলে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এই সব পুর-এলাকার অন্তত ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই বাটা, মহেশতলার মতো এলাকায় গড়ে উঠেছে বাটানগর রিভারসাইড টাউনশিপ, ইডেন সিটি, গ্রিন ফিল্ড সিটির মতো বড় আবাসন। নতুন উড়ালপুল ধরে কলকাতা থেকে বাটানগর পৌঁছনোর সময় অনেকটাই কমে গিয়েছে। ফলে আরও আবাসন গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ব্রিজটির নাম জানেন? ব্রিজটি হল মহেশতলা উড়ালপুল, পোশাকি নাম-সম্প্রীতি উড়ালপুল।