Arjun Singh CID Case Update: অর্জুন সিংকে জেরা করতে পারবে CID, কলকাতা হাইকোর্টে আর্জি খারিজ! কবে জেরা?

Last Updated:

Arjun Singh CID Case Update: পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

অর্জুন সিং
অর্জুন সিং
কলকাতা: নৈহাটি উপনির্বাচনের ভোটগ্রহণ মিটলে সিআইডির ডাকে হাজিরা দিতে হবে বিজেপি নেতা অর্জুন সিংকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নতুন করে অর্জুন সিংকে নোটিস পাঠাবে সিআইডি।
আগামী ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সময় তাঁকে সিআইডির দফতর ভবানী ভবনে হাজিরা দিতে হবে। ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ভাটপাড়া পুরসভার দুর্নীতির মামলায় অর্জুনকে তলব করে সিআইডি। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে!’ এবার ‘নাম’ বলে দিলেন সঞ্জয়! আরজি কর বিচারপর্বের শুরুতেই ‘বিস্ফোরণ’
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। ওই দুর্নীতির মামলাতেই তাঁকে তলব করা হয়েছে। দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু…অক্ষয়ের সঙ্গে ‘টিপ টিপ বরসা পানি’র আগেই বেঁকে বসেন রবিনা! সেদিন যা ঘটে, চমকে ওঠে বলিউড
বিজেপি নেতা অর্জুন সিং তলব পাওয়ার পরেই সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন। হেনস্থার উদ্দেশ্যে মিথ্যে মামলায় নোটিস সিআইডি’র, দাবি করেন অর্জুন। সিআইডি নোটিস খারিজ এবং নিজের জন্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন। সেইদিনই মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
advertisement
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh CID Case Update: অর্জুন সিংকে জেরা করতে পারবে CID, কলকাতা হাইকোর্টে আর্জি খারিজ! কবে জেরা?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement