হোম /খবর /কলকাতা /
এটা শাস্তি নয়, দাবি অনুপম হাজরার! তা হলে কেন সরানো হল সাংগঠনিক দায়িত্ব থেকে!

এটা শাস্তি নয়, দাবি অনুপম হাজরার! তা হলে কেন সরানো হল সাংগঠনিক দায়িত্ব থেকে! 

Anupam Hazra: কেন সাংগঠনিক দায়িত্ব থেকে অনুপম হাজরাকে সরিয়ে দিল বিজেপি!

  • Share this:

#কলকাতা: "পাঁচ-ছ'মাস আগে শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করেছিলাম, বিহারের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। যেহেতু একটি বিশেষ কারণে এখন দিল্লিতে থাকতে হয়। সেই অনুরোধের ফলেই বিহারের সাংগঠনিক দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে"।  দাবি করলেন অনুপম হাজরা।

শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে বিহারের সংগঠনের দায়িত্ব থেকে দলের শীর্ষ নেতৃত্ব সরিয়ে দেওয়ায় তিনি যে খুশি, তা-ও উল্লেখ করে পোস্ট করেছেন তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বকে তাঁকে অব্যাহতি দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন অনুপম হাজরা।

আরও পড়ুন- ফিরল অর্পিতা কাণ্ডের স্মৃতি, গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা গুনতে এল ৮টি টাকা গোনার যন্ত্র

বিহারের সহ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অনুপম হাজরাকে। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিজেপির জাতীয় সম্পাদক পদে থাকা অনুপম হাজরা এত দিন বিহারের সহ-পর্যবেক্ষক ছিলেন। তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

বঙ্গ বিজেপিকে বার বার অস্বস্তি ফেলার কারণেই অনুপমের বিরুদ্ধে অনেক দিন ধরেই দলের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। মনে করা হচ্ছে সেই কারণেই অনুপমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। দলের মধ্যেই বিভীষণ থাকার বিস্ফোরক অভিযোগ করেছেন অনুপম হাজরা।

শুধু তাই নয়, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই- এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা সভাপতি  অনুব্রত মণ্ডল। কিন্তু এই ইস্যু কাজে না লাগাতে পারায় নিজের দলের নেতাদের বিরুদ্ধেই একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

আরও পড়ুন- শহরে আবার টাকার পাহাড়, গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি, চলছে টাকা গোনা

ফেসবুক লাইভ থেকে সংবাদমাধ্যমের কাছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায়  তোলপাড় হয় বিজেপি শিবিরে। বীরভূমে জমি তৈরি। তাও অনুব্রত ইস্যুতে  কেন কোনও আন্দোলন নয়? এই প্রশ্ন তুলে বিজেপির বীরভূম জেলা নেতৃত্বদের বিরুদ্ধেও আক্রমণাত্মক হতে দেখা গেছে অনুপম হাজরাকে।

বীরভূম কিম্বা বোলপুর সাংগঠনিক জেলায় যাঁরা পদে রয়েছেন তাঁদের মধ্যে অনুব্রত গ্রেফতার হওয়ার পরও উৎসাহ নেই। যা নিয়ে কয়েকদিন আগে ক্ষোভ উগড়ে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম। ফেসবুক লাইভে তিনি বলেন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের চেহারা। অথচ  বীরভূমের বিজেপি নেতাদের একাংশ চুপ কেন?

প্রশ্ন তুলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও একহাত নেন অনুপম হাজরা। কোনও রাখঢাক না রেখে, একেবারে সরাসরি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

অনুপমের একের পর এক বিস্ফোরক অভিযোগ দলকে অস্বস্তিতে ফেলে। আর সেই কারণেই সম্ভবত অনুপমকে বিহারের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে মনে করছেন রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করার কারণেই সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুপমকে। যদিও এই যুক্তি মানতে রাজি নন অনুপম হাজরা।

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

Published by:Suman Majumder
First published:

Tags: Anupam Hazra, BJP Bengal