Anubrata Mondal: অডিও কাণ্ডের পরে আবার...বাজে ফাঁসল অনুব্রত! এবার তো সরাসরি নাম ধরে নালিশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বৈঠকের পরে কাজল এবং অনুব্রতের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ রাখা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কেও৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক৷
কলকাতা: এই তো ক’দিন আগের কথা৷ বোলপুরের আইসি-কে ফোন করে কুকথা বলার অডিভ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ সেই ঘটনায় এখনও পুলিশি তদন্ত চলছে৷ দলের তরফে তিরস্কার তো আগেই জুটেছিল৷ এবার আবারও বিপাকে পড়লেন অনুব্রত৷ সূত্রের খবর, শনিবারের ২১ জুলাই প্রস্তুতি বৈঠকের ফাঁকে তৃণমূল নেতৃত্বের কাছে কেষ্টকে নিয়ে নালিশ ঠুকেছেন কেউ৷ তাহলে কি ফের বিপাকে অনুব্রত?
শনিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে ২৬ এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ এবং ২১ জুলাইয়ের বার্ষিক সমাবেশ ঘিরে প্রস্তুতি বৈঠক ছিল। জানা গিয়েছে, এই বৈঠকের ফাঁকেই বীরভূমের নেতাদের নিয়ে পৃথক বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব৷ সেখানে অডিও-কাণ্ড নিয়ে অনুব্রতকে বকা দেওয়া হয় বলেও খবর৷ কিন্তু, এখানেই শেষ নয়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বীরভূম নিয়ে বিশেষ বৈঠকে কাজল শেখ একাধিক নেতার নাম বলেছেন৷ কাজল শেখ নাম ধরে ধরে দাবি করেছেন যে, এই সমস্ত নেতারা অনুব্রতর সাথে মিলে কাজে অসুবিধা সৃষ্টি করছে৷ এরপরেই নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন কোর কমিটির বৈঠক শেষের পরে বীরভূমের জেলার সব নেতাদের নিয়ে ওই দিন বিকেলেই আলাদা মিটিং হবে৷ সেখানেই বীরভূম তৃণমূল নেতৃত্বের যাবতীয় ক্ষোভবিক্ষোভ নিয়ে আলোচনা হবে৷
advertisement
ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। আসলে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রতও।
advertisement
বৈঠকের পরে কাজল এবং অনুব্রতের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ রাখা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কেও৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক৷
জানা গিয়েছে, অনুব্রতকে বলা হয়েছে, ‘‘দল অনেক ভেবে চিন্তে চলে। ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে একসাথেই চলতে হবে। সামনে ভোট এমন আচরণ করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না।’’ সূত্রের খবর, এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 14, 2025 3:42 PM IST