Anubrata Mondal: সিব্বলের জোর সওয়ালেও কাজ হল না, অনুব্রত মামলায় সময় পেয়ে গেল সিবিআই!

Last Updated:

Anubrata Mondal: কপিল সিব্বলকে বিচারপতি জয়মাল্য বাগচী জিজ্ঞাসা করেন, ''কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে?''

চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের
চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের
#কলকাতা: অনুব্রত মণ্ডলের জামিন মামলায় জোর সওয়াল কপিল সিব্বলের। অনুব্রত মণ্ডল আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন, ''এই মামলায় মূল অভিযুক্ত ইমানুল হক সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডল প্রায় ১১০ দিন জেলে আছেন। চার্জশিট দাখিল হয়েছে। সে মূল অভিযুক্ত নেই। তাঁর বিরুদ্ধে শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আছে।''
এরপরই কপিল সিব্বলকে বিচারপতি জয়মাল্য বাগচী জিজ্ঞাসা করেন, ''কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে?'' কপিল সিববলের উত্তর, ''দুটি। একটু গরুপাচারের মূল মামলা, আরেকটি PMLA মামলা।''
বিচারপতির প্রশ্ন, ''PMLA মামলায় কতদিন জেলে আছেন?'' সিব্বলের উত্তর, ''১৭ ই নভেম্বর থেকে।'' এরপরই বিচারপতি বলেন, ''তাহলে একমাসও হয়নি।''
advertisement
advertisement
এই মামলায় এদিন হলফনামা দেওয়ার সময় চাইল সিবিআই। সময় মঞ্জুরও করে আদালত। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। অপরাধ মূলক ষড়যন্ত্রে কতটা যুক্ত, সেটাই আদালত খতিয়ে দেখতে চায়, এমনটাই বলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
অনুব্রত জামিনের আবেদনের উপর সিবিআই তাদের বিরোধীতা করে যুক্তি দেবে হলফনামায় ৯ ডিসেম্বর মধ্যে। অনুব্রত মণ্ডলের জামিন আবেদন ২০০ পাতার। স্বল্প সময় দেওয়া হোক উত্তর দেওয়ার জন্য, এমনটাই আবেদন করে সিবিআই। সেই সময় মঞ্জুর করে আদালত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: সিব্বলের জোর সওয়ালেও কাজ হল না, অনুব্রত মামলায় সময় পেয়ে গেল সিবিআই!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement