হাজিরা এড়িয়ে কি নিজেরই বিপদ বাড়ালেন অনুব্রত মণ্ডল? দুই পথ ধরে এগোতে চাইছে সিবিআই!

Last Updated:

Anubrata Mondal: ইতিমধ্যে সিবিআই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার বিষয়ে খোঁজ নিয়েছে সিবিআই।

বিপদ বাড়ছে অনুব্রত মণ্ডলের
বিপদ বাড়ছে অনুব্রত মণ্ডলের
#কলকাতা: গরু পাচার মামলায় হাজিরা এড়িয়ে বিপাকে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল! সিবিআই সূত্রে খবর, গরু পাচারে অনুব্রত কতটা অসুস্থতার জন্য হাজিরা এড়ালেন, জানার চেষ্টা করছে সিবিআই। প্রয়োজনে অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট তারা দেখতে পারেন। কী হয়েছে অনুব্রতর? তাঁকে মেডিক্যাল বোর্ড দ্বারা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কতখানি অসুস্থ তিনি? জানতে চায় সিবিআই।
ইতিমধ্যে সিবিআই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার বিষয়ে খোঁজ নিয়েছে সিবিআই। অনুব্রতর কখন এসেছিলেন? শারীরিক পরীক্ষা নিরীক্ষা কতক্ষণ হয়েছে? কোন ডিপার্টমেন্টে পরীক্ষা নিরীক্ষা চলছে? এ সব বিষয়ে প্রাথমিক ভাবে খোঁজ নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট প্রাথমিক ভাবে জানার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিবিআই সূত্রে খবর, দুটি পদক্ষেপ নিতে পারার সম্ভবনা  রয়েছে। প্রথমত অনুব্রতকে ফের নোটিশ পাঠাতে পারে সিবিআই। সেক্ষেত্রে হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই। দ্বিতীয়ত, যদি সুস্থ থাকেন, তেমন কোনও অসুবিধা না থাকে, তাহলে সিবিআই ফ্ল্যাটে গিয়েও জিজ্ঞাসাবাদ করার সম্ভবনা রয়েছে। তবে সবটা নির্ভর করছে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কেমন আছে তার উপর।
advertisement
advertisement
কারণ অনুব্রত মণ্ডলের বা যে কোনও ব্যক্তি যদি অসুস্থ থাকেন, তাহলে তাঁকে কোনও তদন্তকারী  সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারে না। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কেমন তার উপর নির্ভর করছে গোটা বিষয়টি। অনুব্রতকে এর আগে একাধিক বার তলব করা হলেও তিনি একবার হাজির হয়েছিলেন। সেক্ষেত্রে তাঁর এই ভূমিকাতে মোটেও সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। অনুব্রত রবিবার ই -মেল করে জানান, তাঁর পূর্ব নির্ধারিত চেক আপ রয়েছে। ফলে তিনি নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না।
advertisement
পরবর্তীকালে ডাকলে তিনি সহযোগিতা করবেন। আপাতত তিনি সময় চেয়ে নেন। তাঁর সেই ই-মেল ইতিমধ্যে সিবিআই সংগ্রহ করেছে। সায়গলের থেকে প্রচুর দলিল সম্পত্তি যা কিনা অনুব্রতর আত্মীয়দের বলে সিবিআই কাছে ধৃত সায়গেল দাবি করেন। সেই সম্পত্তির দলিল গরু পাচারে  আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত কিনা, যাচাই করে জানতে চায় সিবিআই। বীরভূমের পশুহাট বাজারে গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হক পশু কেনা বেচা করে অন্যত্র পাঠিয়ে দিত। সেক্ষেত্রে বীরভূমের ভূমিপুত্র অনুব্রত মণ্ডল কি কিছুই জানতেন না? কতদিন ধরে এই সব চলছে? জানতে তলব করেছিল সোমবার সিবিআই। কিন্তু অনুব্রত হাজিরা এড়ান। এখন দেখার কত দ্রুত পদক্ষেপ নেয় সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাজিরা এড়িয়ে কি নিজেরই বিপদ বাড়ালেন অনুব্রত মণ্ডল? দুই পথ ধরে এগোতে চাইছে সিবিআই!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement