প্রবল চাপ বাড়ল তৃণমূলের, ১৯ শাসক নেতার বিপুল সম্পত্তি বৃদ্ধির মামলায় যুক্ত হল ইডি!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc: তৃণমূল নেতাদের আয়বৃদ্ধি নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলায় এবার ইডিকে যুক্ত করতে বলল কলকাতা হাইকোর্ট।
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের অবশ্য অভিযোগ, শুধু পার্থই নন, এসএসসি দুর্নীতিতে যুক্ত আরও অনেক তৃণমূল নেতামন্ত্রীরা। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা-মন্ত্রীদের চাপ আরও বাড়ল। তৃণমূল নেতাদের আয়বৃদ্ধি নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলায় এবার ইডিকে যুক্ত করতে বলল কলকাতা হাইকোর্ট।
সোমবার এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলায় ১৯ জন তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বস্তুত, বাংলার নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে এত বেশি হারে বাড়ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখুক, সোমবার এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলাতেই সোমবার ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।
advertisement
advertisement
২০১৭ সালে দায়ের ওই জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেতাদের সম্পত্তি কয়েক গুণ বেশি হয়েছে। কারও কারও সম্পত্তি ১০০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কীভাবে তা সম্ভব হল, সেই বিষয়টিই ইডিকে খতিয়ে দেখতে আবেদন করা হয়েছে মামলায়।
advertisement
সোমবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ বলেন, কী করে ৫ বছরে তৃণমূল নেতাদের সম্পত্তি বিপুল পরিমাণে বাড়ল, তা খতিয়ে দেখুক ইডি। এর পরই এই মামলায় ইডিকে পক্ষ করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কোন কোন তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে?
advertisement
সেই তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, গৌতম দেব, অর্জুন সিং, মলয় ঘটক, জাভেদ খান, অমিত মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, মদন মিত্র, শিউলি সাহা, সব্যসাচী দত্তর মতো পরিচিত মুখ। এর মধ্যে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরে সব্যসাচী দত্তর আয় বেড়েছে ৪১৬ শতাংশ। জাভেদের অস্থাবর সম্পত্তি বেড়েছে ৪৭৩৪ শতাংশ। জ্যোতিপ্রিয়ের স্ত্রী কোনও পেশার সঙ্গে সে ভাবে যুক্ত না হলেও তাঁর অস্থাবর সম্পত্তি ৭২৯ শতাংশ বেড়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2022 5:32 PM IST