Anubrata Mondal: পরপর ২ দিন, বড় চাল খেললেন অনুব্রত মণ্ডল! এবার ইডি-র মামলা খারিজের আর্জি

Last Updated:

Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতারির পর ১০০ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

নতুন উপায় অনুব্রতর
নতুন উপায় অনুব্রতর
#কলকাতা: CBI মামলায় জামিনের আবেদনের পর এবার ইডি-র দায়ের করা মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডল। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মঙ্গলবার দ্রুত শুনানির আবেদন। আদালত ২ ডিসেম্বর মামলা শুনবে আদালত।
অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি অনুব্রতর জামিন মামলার শুনানি। গরু পাচার মামলায় গ্রেফতারির পর ১০০ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাই জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ৩০ নভেম্বর, বুধবার তার শুনানি হবে।
advertisement
advertisement
গত ১১ অগস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই হেফাজত শেষের পর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় একশো দিন পেরিয়ে গিয়েছে। তবে বার বার জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
advertisement
সম্প্রতি এই মামলায় আসানসোল সংশোধনাগারে তাঁকে গ্রেফতার করে ইডি। যদিও অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থাটি। যদিও তার শুনানি ৭ দিন পিছিয়ে গিয়ে ১ ডিসেম্বর হয়েছে। এই আবহে সোমবার কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। আর এবার ইডির দায়ের করা মামলা খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: পরপর ২ দিন, বড় চাল খেললেন অনুব্রত মণ্ডল! এবার ইডি-র মামলা খারিজের আর্জি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement