Anubrata Mondal: পরপর ২ দিন, বড় চাল খেললেন অনুব্রত মণ্ডল! এবার ইডি-র মামলা খারিজের আর্জি
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতারির পর ১০০ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
#কলকাতা: CBI মামলায় জামিনের আবেদনের পর এবার ইডি-র দায়ের করা মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডল। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মঙ্গলবার দ্রুত শুনানির আবেদন। আদালত ২ ডিসেম্বর মামলা শুনবে আদালত।
অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি অনুব্রতর জামিন মামলার শুনানি। গরু পাচার মামলায় গ্রেফতারির পর ১০০ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাই জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ৩০ নভেম্বর, বুধবার তার শুনানি হবে।
advertisement
advertisement
গত ১১ অগস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই হেফাজত শেষের পর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় একশো দিন পেরিয়ে গিয়েছে। তবে বার বার জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় নন্দীগ্রামে এ কী ঘটল বিজেপি নেত্রীর সঙ্গে! নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ফুঁসছে গেরুয়া শিবির
advertisement
সম্প্রতি এই মামলায় আসানসোল সংশোধনাগারে তাঁকে গ্রেফতার করে ইডি। যদিও অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থাটি। যদিও তার শুনানি ৭ দিন পিছিয়ে গিয়ে ১ ডিসেম্বর হয়েছে। এই আবহে সোমবার কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। আর এবার ইডির দায়ের করা মামলা খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 2:04 PM IST