Nandigram: ভরসন্ধ্যায় নন্দীগ্রামে এ কী ঘটল বিজেপি নেত্রীর সঙ্গে! নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ফুঁসছে গেরুয়া শিবির
- Published by:Suman Biswas
Last Updated:
Nandigram: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপি নেত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামণি জানা নামে ওই বিজেপি নেত্রী।
#নন্দীগ্রাম: নন্দীগ্রামে মার খেয়ে আহত হলেন বিজেপি নেত্রী। অন্যদিকে তৃণমূল নেতা আক্রান্ত হয়েছেন খেজুরিতে। পৃথক পৃথক ভাবে গন্ডগোল আর সেই গন্ডগোল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দুই বিধানসভা এলাকায়!
নন্দীগ্রামে ভরসন্ধ্যায় রাস্তার মাঝে ধারাল অস্ত্র নিয়ে বিজেপি নেত্রীকে আঘাত করা হয় বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপি নেত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামণি জানা নামে ওই বিজেপি নেত্রী। তাঁর দাবি, বিজেপি করার অপরাধে এবং তৃণমূলের অপকর্মের প্রতিবাদ করার জন্যই তাঁর ওপর আক্রমণ চালানো হয়েছে। ঘটনায় শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন তিনি। যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবেই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
জানা গেছে, মামণি জানা নন্দীগ্রামের ভারতীয় জনতা পার্টির উত্তর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী। তাঁর বাড়ি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ এলাকায়। এক বান্ধবীর বাড়ি থেকে ফেরার সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বাইক বাহিনীই তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় ওই বিজেপি নেত্রীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement
অপরদিকে, খেজুরির নিচকসবা অঞ্চলের নারায়ণ মোড়ে এক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, মতিলালচকের প্রবীর কুমার মিদ্দা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। রাতের অন্ধকারে মোড়ের কাছে তাকে বেশ কয়েকজন গালিগালাজ করে এবং মারধর করে বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধেই। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 10:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: ভরসন্ধ্যায় নন্দীগ্রামে এ কী ঘটল বিজেপি নেত্রীর সঙ্গে! নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ফুঁসছে গেরুয়া শিবির