#আমতা: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার আমতা থানা অভিযান করলেন আন্দোলনকারীরা (Anis Khan Death Case Update)। শহরের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয় এবং আনিসের বিশ্ববিদ্যালয় আলিয়ার পড়ুয়ারাও এদিনের আন্দোলনে যোগ দিয়েছিলেন (Anis Khan Death Case Update)। উপস্থিত ছিলেন আনিসের বাবা সালেম খান, দাদা সাবির খান ও পড়শিরা। আমতা থানার বাইরে এদিন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আমতা থানায় ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আমতা থানার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় (Anis Khan Death Case Update)।
ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ। মিছিল থেকেই আনিসের বাবার আবেদন করেন, সকলকে বসে পড়তে এবং শান্তি বজায় রাখতে। আগামী রবিবারের মধ্যে আমতা থানার ওসিকে গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। এমনকী আনিসের মৃত্যুর বিচার না হলে আগামী রবিবার এসপি অফিস ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: কী ভূমিকা ছিল ওই রাতে, ডেকে পাঠানো হল সিভিক ভলেন্টিয়ারকে, আনিস কাণ্ডে খুলবে জট?
আনিস খানের হত্যার তদন্তের ব্যাপারে আরও একবার রাজ্যের উপরেই ভরসা রাখতে অনুরোধ করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আনিসের মৃত্যুর তদন্ত নিয়ে পর পর দু'টি ট্যুইট করেছে রাজ্য পুলিশ। সেই ট্যুইটে আনিসের পরিজনদের কথা উল্লেখ করে তারা অনুরোধ করেছে, তাঁরা যেন রাজ্যের বিশেষ তদন্তকারী দল সিট-এর তদন্তের উপরেই ভরসা রাখেন।
Investigation of Anish Khan murder for proper justice has been speedily done. All angles are being looked into by the SIT. As of now two police personnel have been taken into custody. (1/2)
— West Bengal Police (@WBPolice) February 24, 2022
Request members of public and family members of Anish Khan to have faith in West Bengal Police and to cooperate with the Special Investigation Team which is set up to ensure proper and speedy justice. (2/2)
— West Bengal Police (@WBPolice) February 24, 2022
আরও পড়ুন: আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার, বাংলাকে অশান্ত হতে দেব না: মুখ্যমন্ত্রী
তবে এদিনও মিছিল থেকে বার বার সিবিআই তদন্তের দাবি তুলেছেন আনিসের বাবা সালেম খান। প্রসঙ্গত, আনিস হত্যায় সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে সাসপেন্ড করা হয়েছিল তিন পুলিশ কর্মীকে। ফলে বিষয়টি নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ। মঙ্গলবারই আনিসের (Anis Khan Death Update) মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখান ছাত্ররা। মঙ্গলবার আনিস খানের বাড়িতে গেলে প্রথমে কিছুক্ষণ বাধা পেলেও অবশেষে বাড়িতে ঢুকতে পারেন SIT-এর তদন্তকারী অফিসাররা। বুধবারও তাঁরা যায় আনিসের বাড়িতে। সেই সময়ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anis Death Case, Anis Khan Death