Mamata Banerjee on Anis Khan Death: আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার, বাংলাকে অশান্ত হতে দেব না: মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee on Anis Khan Death: বারবার সিবিআই তদন্তের দাবি উঠছে আনিস কাণ্ডে। সেই বিষয়েও এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিরপেক্ষ তদন্ত হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
নিরপেক্ষ তদন্ত হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
#আমতা : আনিস খানের মৃত্যুর (Anis Khan Death) পর কয়েকদিন কেটে গেলেও এখনও কেন অধরা ঘটনার মূল অভিযুক্তরা, তা নিয়ে প্রশ্ন উঠছিলই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণেই বারবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে আনিসের পরিবার। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কারও কোন অপশাসন, দুঃশাসনের কাজ বরদাস্ত করব না। আমতার ঘটনার জন্য আমরা তদন্ত শুরু করেছি। পুলিশের দুজন অ্যারেস্ট হয়েছে। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। যাতে তদন্ত নিরপেক্ষ হয় পুলিশের নামে অভিযোগ এসেছে।''
বারবার সিবিআই তদন্তের দাবি উঠছে আনিস কাণ্ডে। সেই বিষয়েও এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''আমিও আন্দোলন করে উঠেছি। গতকাল কলকাতায় কত সমস্যা হয়েছে। অনেকেই ফ্লাইট ধরতে পারেনি। এই সংস্কৃতি বাংলা সহ্য করবে না। সিপিআইএম,বিজেপি-র ইন্টারেস্ট দেখার জন্য আমি আসিনি। মানুষের ইন্টারেস্ট দেখার জন্য এসেছি। এতটা দুর্বল আমাদের ভাবতে যাবেন না। সিপিআইএম এত কথা বলছে, দেখাতে পারবে ওরা কাউকে অ্যারেস্ট করেছে কখনও। সিঙ্গুর তাপসী মালিকের হত্যার কী বিচার হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া গেছে কি? হাথরস, উন্নাওতে কী হয়েছে, সবাই জানি আমরা।''
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''বাংলা শান্তির মাটি। বাংলাকে কাউকে কামড়াতে দেব না। সরকার পদক্ষেপ নিচ্ছে। যে বা যারা দোষী, সকলে শাস্তি পাবে। আমরা মানবিক বলে আমরা অ্যাকশন নিই।''
advertisement
প্রসঙ্গত, আনিস হত্যায় সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে সাসপেন্ড করা হয়েছিল তিন পুলিশ কর্মীকে। ফলে বিষয়টি নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ। মঙ্গলবারই আনিসের (Anis Khan Death Update) মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখান ছাত্ররা। মঙ্গলবার আনিস খানের বাড়িতে গেলে প্রথমে কিছুক্ষণ বাধা পেলেও অবশেষে বাড়িতে ঢুকতে পারেন SIT-এর তদন্তকারী অফিসাররা। বুধবারও তাঁরা যায় আনিসের বাড়িতে। সেই সময়ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Anis Khan Death: আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার, বাংলাকে অশান্ত হতে দেব না: মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement