বদলি মামলায় স্বস্তি পেলেন অনিকেত! স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত খারিজ করে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
এইদিন সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আর এই দিন রায় ঘোষণায় স্বাস্থ দফতরের সিদ্ধান্তকে খারিজ করে দিলেন বিচারপতি বসু।
কলকাতা: পছন্দের জায়গায় পোস্টিং না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডা: অনিকেত মাহাত। সেই মামলারই রায়দান ছিল বুধবার। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত সঠিক না বেঠিক? তা নিয়েই রায় ঘোষণা করার কথা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর।
এইদিন সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আর এই দিন রায় ঘোষণায় স্বাস্থ দফতরের সিদ্ধান্তকে খারিজ করে দিলেন বিচারপতি বসু।
এই প্রসঙ্গে, জানানো হয়, সিনিয়র রেসিডেন্ট ডা: অনিকেত মাহাত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। ফলে, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট। একইসঙ্গে ২৭ মে’র বিজ্ঞপ্তিটিও বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
advertisement
অনিকেতকে অতি দ্রুত আরজি করে পোস্টিং দিতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
প্রসঙ্গত, আগেই হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনিকেত মাহাত। তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় হাইকোর্ট। এরপরেই তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করে অনিকেত। এই মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “এসওপি স্পষ্ট মেরিট অনুযায়ী রাঙ্কিং। ২৬,৩৭ রাঙ্ক করে আর জি করে পোস্টিং।
advertisement
অথচ ২৪ রাঙ্ক করেও আর জি করে নেই ডা: অনিকেত মাহাত।” এরপরেই স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি বসু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2025 2:34 PM IST








