বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন অনন্ত মহারাজ, তবে এক সুর তৃণমূল-বিজেপির!
- Published by:Raima Chakraborty
Last Updated:
অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি অধীর চৌধুরীর।
#কলকাতা: রাজ্যে বঙ্গভঙ্গ-তরজা অব্যাহত। ফের বঙ্গভঙ্গের কথা অনন্ত মহারাজের মুখে। নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে অনন্তর দাবি, খুব দ্রুত বাংলা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হবে। ফের বঙ্গভঙ্গ তরজায় সরগরম রাজ্য রাজনীতি।
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ বলেছিলেন, আলাদা টেরিটোরি হবে। সরকার তো ঘোষণাই করেছে। আমার বিশ্বাস, শীঘ্রই হবে'। ফের অনন্ত মহারাজের মুখে বঙ্গভঙ্গের কথা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে যান গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। বেশ কিছুক্ষণ বৈঠক হয় দু’জনের মধ্যে। বৈঠকের পরই ফের অনন্ত মহারাজের মুখে বঙ্গভঙ্গের কথা উঠে আসে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদের বাড়িতে বসেই বাংলা ভাগের পক্ষে সওয়াল করলেন গ্রেটার কোচবিহারের নেতা। যা বিজেপির অস্বস্তি বাড়াল বলেই মনে করছে অনেকে।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, বন দফতরে অঢেল নিয়োগ শীঘ্রই
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য দলের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, 'কেউ দাবি করতেই পারেন, এটা তাঁর সাংবিধানিক অধিকার। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। তবে বাংলার সৃষ্টিকে আমরা খন্ডিত হতে দেবো না'। তৃণমূল নেতা তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, 'উত্তরবঙ্গের সঙ্গে কোনও বঞ্চনা করছে না সরকার। বাংলা ভাগের কোনও প্রশ্নই ওঠে না'। অনন্ত মহারাজের মুখে বঙ্গভঙ্গের কথা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সেই রবীন্দ্র সরোবরে ফের মারাত্মক দুর্ঘটনা, উদ্ধারকারী দল না থাকলে যে কী ভয়ঙ্কর কাণ্ড হত!
একুশের বিধানসভা ভোটে বঙ্গে বিজেপির ভরাডুবি। তারপর থেকে একাধিক বিজেপি নেতার মুখে শোনা গিয়েছে বঙ্গভঙ্গের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বারবারই স্পষ্ট করে দিয়েছেন, তিনি বাংলা ভাগ হতে দেবেন না। বাংলা ভাগের বিরুদ্ধে কড়া বার্তা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের এক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে তাঁর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় অনন্ত মহারাজকে। সেই অনন্ত মহারাজের মুখে ফের বঙ্গভঙ্গের কথা। যা নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 11:00 AM IST