সেই রবীন্দ্র সরোবরে ফের মারাত্মক দুর্ঘটনা, উদ্ধারকারী দল না থাকলে যে কী ভয়ঙ্কর কাণ্ড হত!
- Published by:Raima Chakraborty
Last Updated:
রোয়িং করতে গিয়ে বোট উল্টে গেলেও মাত্র দশ মিনিটের মধ্যেই বাঁচল এক বয়স্ক মানুষের প্রাণ।
#কলকাতা: একটি দুর্ঘটনার পরে উঠেছিল হাজারো প্রশ্ন, তারপরেই শুরু হয়েছে SOP । দীর্ঘদিন রবীন্দ্র সরোবরে রোয়িং বন্ধ রেখে পুজো কাটিয়ে ফের শুরু হয়েছে রোয়িং। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই ফের বোট উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটল রবীন্দ্র সরোবরে। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ৬৫ বছরের এক রোয়ার হঠাৎ করে রবীন্দ্র সরোবরের লেকে তাঁর বোট উল্টে জলে পড়ে যান, তৎক্ষনাৎ উদ্ধারকারী দলের নজরে আসতেই তাঁরাই ওই ৬৫ বছরের প্রবীণকে সুনীল শেঠিয়াকে উদ্ধার করেন।
জলে পড়ে যাবার সময় থেকে উদ্ধার করে সব মিলিয়ে সময় লাগে মাত্র দশ মিনিট। ওই সুনীল শেঠিয়াকে উদ্ধার করে বেঙ্গল রোয়িং ক্লাবের সামনে নিয়ে আসে উদ্ধারকারী দল। সুনীল শেঠিয়া দীর্ঘদিন রোয়িং করার দরুন এই ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করে বোট উল্টে যায়, মূলত ব্যালেন্স রাখতে না পারার জন্যই এই দুর্ঘটনা। এই ঘটনার পরে চলে আসেন বেঙ্গল রোয়িং ক্লাবের ম্যানেজার এডমিন জয়দেব বন্দোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: সাদা বিকিনিতে জলকেলি মোহময়ী পরিণীতির, দেখুন নায়িকার ভাইরাল সব ছবি
যদিও তিনি বলেন মে মাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে SOP মেনেই বর্তমানে রোয়িং চলছে। যদিও এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারী ও পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর বক্তব্য, কোনও SOP মানা হচ্ছে না, এমনকী উদ্ধারকারী দলের কাছে শনিবারের ঘটনায় লাইভ জ্যাকেট ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন: বয়স বাড়ছে, নজর কাড়ছে মোহময়ী রূপ! করিশমায় মুগ্ধ নেটিজেন
গত মে মাসের ২১ তারিখ ঝড়ের মধ্যে রোয়িং করতে গিয়ে মৃত্যু হয় দুই কিশোরের, তারপর কলকাতা পুলিশ, কেএমডিএ ও তিনটি ক্লাবের যৌথ বৈঠক স্থির হয় বেশ কিছু বিধিনিষেধ। যদিও ওইদিন ঝড়ের মধ্যে কি করে রোয়িং করার অনুমতি মিলল তা ছিল বড় প্রশ্ন, এমনকী উদ্ধারকারী দলের ভূমিকা নিয়েও উঠেছিল হাজারো প্রশ্ন। শনিবারের ঘটনা ভিন্ন হলেও ফের উসকে দিল মে মাসের সেই ঝড়ের স্মৃতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 10:03 AM IST