Latest Job News: রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, বন দফতরে অঢেল নিয়োগ শীঘ্রই

Last Updated:

রাজ‍্য বনদফতরে প্রায় ১৩৫০ কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে রাজ‍্য সরকার ক‍্যাবিনেটে শিলমোহর দিয়েছে বলে জানালেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল।

+
বন

বন দফতরে অঢেল নিয়োগ

#আলিপুরদুয়ার: রাজ‍্য বন দফতরে প্রায় ১৩৫০ কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে রাজ‍্য সরকার ক‍্যাবিনেটে শিলমোহর দিয়েছে বলে জানালেন মুখ‍্য বনপাল। শনিবার বক্সার জঙ্গল পরিদর্শনে আসেন রাজ্যের মুখ‍্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। তিনি জানান প্রায় ১৭০ ফরেস্ট রেঞ্জার, ১৭৫ কর্মী ও ১০০০ বনকর্মী শীঘ্র নিয়োগ হচ্ছে। এবং এই কর্মী নিয়োগের পর বন দফতরে যে কর্মী সঙ্কট সমস‍্যা ছিল তা সমাধান হবে।
বক্সার বাঘবনে শীঘ্র ছাড়া হবে বাঘ। ইতিমধ্যে বাঘ ছাড়ার পূর্বে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী কয়েকদিনের মধ‍্যে বক্সা জঙ্গলে আসছে বিশেষ দল। শনিবার রাজাভাতখাওয়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ‍্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত । বক্সায় বাঘের সংখ্যা যথেষ্ট কম।গত দু-তিন বছর ধরে টাইগার রিপ্রোডাকশন নামের একটি প্রকল্প নেওয়া হয়েছে। যার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: বড় খবর! স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি, ১ মাসের আগেই কথা রাখল সরকার
সামনেই বক্সায় আসবেন বাঘ বিশেষজ্ঞরা।এর জন্য গ্লোবাল টাইগার ফোরাম,ন্যাশনাল টাইগার কনজারভেশ অথরিটি-র আধিকারিক এবং বৈজ্ঞানিকরা বক্সায় আসবেন। বাঘের জন্য কোন এলাকা ঠিক, কী কী পরিকাঠামো গড়ে ওঠা প্রয়োজন সে সব পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞদের থেকে। বিশেষ করে খেয়াল রাখা হবে আবহাওয়ার। এই আবহাওয়ার সঙ্গে মিল রেখে সে সব এলাকা থেকে বাঘ আনা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরির খোঁজ দিতে সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে 'মেগা জব ফেয়ার', অবশ্যই জানুন
বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে কবে বক্সা জঙ্গলে বাঘ ছাড়া যাবে । এছাড়া বাঘ ছাড়ার পূর্বে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত ভুটিয়া বনবস্তি, গাঙ্গুটিয়া বনবস্তি বাসিন্দাদের অন‍্যত্র স্থানান্তরিত করা হবে। যার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/চাকরি/
Latest Job News: রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, বন দফতরে অঢেল নিয়োগ শীঘ্রই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement