Latest Job News: চাকরির খোঁজ দিতে সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে 'মেগা জব ফেয়ার', অবশ্যই জানুন

Last Updated:

বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র একটি মেগা জব ফেয়ারের উদ্যোগ নেয়।

মেগা জব ফেয়ার
মেগা জব ফেয়ার
#পুরুলিয়া: বেকারত্বের যন্ত্রণায় দিশাহীন হয়ে পড়ছে যুবসমাজ। উচ্চশিক্ষার ও বিভিন্ন ডিগ্রি থাকা সত্ত্বেও যথাযথ মানের চাকরি মিলছে না বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের। এরই মাঝে এক অভিনব উদ্যোগ নিল মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র। মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও মানবাজার মহকুমা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার আইটিআই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় একটি 'মেগা জব ফেয়ার'।
কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার লক্ষ্যে এই জব ফেয়ার একাধিক নামীদামি কোম্পানি উপস্থিত ছিল। ‌‌শুধুমাত্র পুরুলিয়া জেলাই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে থেকে আসা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই ও পলিটেকনিক উত্তীর্ণ প্রায় দু-হাজার ছাত্রছাত্রী এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জব ফেয়ারে আসা প্রতিটি কোম্পানির প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়।
advertisement
আরও পড়ুন: বড় খবর! স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি, ১ মাসের আগেই কথা রাখল সরকার
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিটি ছাত্রছাত্রী তিনটি করে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। এই জব ফেয়ারকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই ধরনের জব ফেয়ার করার উদ্যোগ গ্রহণ করার ফলে বহু ছাত্রছাত্রীর কর্মসংস্থান হবে বলে আশাবাদী জব ফেয়ারে অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধিরা। আগামী দিনে এই ধরনের জব ফেয়ারের আয়োজন আরও করা হলে বেকারত্ব কিছুটা কমবে বলে মনে করছেন তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের
পাশাপাশি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠিত হওয়ার ফলে অনেকখানি উপকৃত হবে ছাত্রছাত্রীরা। মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি-সহ জব ফেয়ারে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। এই ধরনের জব ফেয়ার হওয়ার কারণে বৃত্তিমূলক কোর্সগুলির প্রতি আগ্রহ বাড়বে ছাত্র-ছাত্রীদের। বেকারত্বের জ্বালা মিটবে রাজ্যে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Latest Job News: চাকরির খোঁজ দিতে সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে 'মেগা জব ফেয়ার', অবশ্যই জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement