আমফানের পর নিঝুমপুরী কুমারটুলি, ঝড়জলে ভেসে গিয়েছে মূর্তির সারি

Last Updated:
#কলকাতা: মাঝেমধ্যেই কানে এসেছে ভেঙে পড়ার শব্দ। বাইরে তখন আমফানের তাণ্ডব। ঘণ্টা দুয়েক পর চারপাশ থমথমে। গুম মেরে আছে। এ যেন কোনও নিঝুমপুরী। ভোরের আলো ফুটতেই অসুর আমফানের হামলার পরিণতি টের পেল কুমারটুলি। এখন মূর্তি গড়া ছেড়ে ঘর বাঁচাতে ব্যস্ত শিল্পী-কারিগররা।
শুনশান অলিগলি। পড়ে আছে ভাঙা কাঠামো। ছেঁড়াফাটা প্লাস্টিক বয়ে চলেছে ধ্বংসের নিশান। মাটির মূর্তি মাটিতেই মিশে গিয়েছে।
লকডাউনের আবহে অনেক স্টুডিও-র ঝাঁপ বন্ধ। দু-একটা বায়না পেয়ে একটু একটু করে গড়ে তুলছিলেন প্রতিমা। সর্বনাশা আমফানে থেমে গিয়েছে কুমারটুলির শ্বাস-প্রশ্বাস। লকডাউনে বিক্রিবাটা না হওয়ায়, আগামী বছরের অন্নপূর্ণা পুজোর জন্য প্রতিমা রাখাছিল। ঝড়ের ঝাপটায় সে সব ধুয়েমুছে সাফ। আর নতুন কাজে হাত দেওয়ার সাহস পাচ্ছেন না মৃৎশিল্পীরা।
advertisement
advertisement
চাল উড়েছে। আমপান বিপর্যয়ে তোলপাড় স্টুডিও থেকে গুদাম। ঝড়জলে ভেসে গেছে প্রতিমার সারি। নাওয়া-খাওয়া ভুলে বাকি প্রতিমা বাঁচানোর চেষ্টায় মগ্ন শিল্পীরা।
লকডাউন আর আমফানের জোড়া ধাক্কায় দুশ্চিন্তার প্রহর গুনছেন শিল্পীরা। দু-একটা বায়না পেলেও, কাজ শুরু করা কঠিন। বেশিরভাগ কারিগর দেশের বাড়িতে। ঝড়ের তাণ্ডবে চালচুলো হারিয়ে তারা এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
advertisement
শিল্পীমন গ্রাস করেছে অজানা আতঙ্ক। আর কি আছে কুমারটুলির ভাগ্যে? ক্ষত-বিক্ষত মন নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার শক্তিটুকু ক্রমশ কমে আসছে। শিল্পকাজ বাঁচিয়ে রাখতে প্রশাসনকে পাশে চায় কুমারটুলি।
অপেক্ষা রথযাত্রার ... যদি নতুন করে শুরু করা যায় ... কুমারটুলির মন বলছে এখন দুর্গাই সহায়। দেবীর আগমনে যেন রক্ষা পাবে মর্ত্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমফানের পর নিঝুমপুরী কুমারটুলি, ঝড়জলে ভেসে গিয়েছে মূর্তির সারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement