অমিত শাহ রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি
Last Updated:
#কলকাতা: কলকাতায় অমিত শাহের রোড শো-এ উত্তেজনা ৷ রোড শো-এ অমিত শাহকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান ৷ এর জেরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট চত্বর ৷ কলেজ স্ট্রিটে বিক্ষোভ টিএমসিপির ৷ বিজেপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ ৷ শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়েই নয় বিদ্যাসাগর কলেজে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷
বিদ্যাসাগর কলেজের পড়ুয়াদের তরফে অভিযোগ, মিছিল যাওয়ার সময়ে কলেজের গেট ভেঙে ঢুকে হামলা চালায় বহিরাগতরা ৷ ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ৷ কলেজের সামনে রাখা এক তৃতীয় বর্ষের পড়ুয়ার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এক অধ্যাপিকার ল্যাপটপ ও ব্যাগ নিয়ে চলে যাওয়ারও অভিযোগ ওঠে ৷ সব মিলিয়ে অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে উত্তাল কলেজ স্ট্রিট চত্বর ৷
advertisement
ধর্মতলা থেকে শুরু করে রোড শো শুরু হয়ে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই শুরু হয় ঝামেলা ৷ বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্দেশ করে স্লোগান দিতে শুরু করে টিএমসিপি ৷ ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান শুনে উত্তেজিত হয়ে ওঠে বিজেপি সমর্থকরাও ৷ দুই দলের সমর্থকদের মধ্যে বেঁধে যায় ধুন্ধুমার ৷ শুরু হয়ে যায় সংঘর্ষ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2019 7:54 PM IST