অমিত শাহ রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি

Last Updated:
#কলকাতা: কলকাতায় অমিত শাহের রোড শো-এ উত্তেজনা ৷ রোড শো-এ অমিত শাহকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান ৷ এর জেরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট চত্বর ৷ কলেজ স্ট্রিটে বিক্ষোভ টিএমসিপির ৷ বিজেপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ ৷ শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়েই নয় বিদ্যাসাগর কলেজে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷
বিদ্যাসাগর কলেজের পড়ুয়াদের তরফে অভিযোগ, মিছিল যাওয়ার সময়ে কলেজের গেট ভেঙে ঢুকে হামলা চালায় বহিরাগতরা ৷ ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ৷ কলেজের সামনে রাখা এক তৃতীয় বর্ষের পড়ুয়ার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এক অধ্যাপিকার ল্যাপটপ ও ব্যাগ নিয়ে চলে যাওয়ারও অভিযোগ ওঠে ৷ সব মিলিয়ে অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে উত্তাল কলেজ স্ট্রিট চত্বর ৷
advertisement
ধর্মতলা থেকে শুরু করে রোড শো শুরু হয়ে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই শুরু হয় ঝামেলা ৷ বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্দেশ করে স্লোগান দিতে শুরু করে টিএমসিপি ৷ ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান শুনে উত্তেজিত হয়ে ওঠে বিজেপি সমর্থকরাও ৷ দুই দলের সমর্থকদের মধ্যে বেঁধে যায় ধুন্ধুমার ৷ শুরু হয়ে যায় সংঘর্ষ ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
অমিত শাহ রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement