আজ শাহী দরবারে সুকান্ত-শুভেন্দু, সিএএ, অনুপ্রবেশ ইস্যু থেকে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
নবান্নে ১৫ মিনিটের মমতা- শাহ একান্ত বৈঠকে শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ১৫ মিনিটের সেই বৈঠকের জবাব ৩০ মিনিটের বৈঠকে দিতে চান শুভেন্দু-সুকান্তরা।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এক বৈঠকের জল্পনা কাটতে না কাটতেই ফের এক বৈঠক ঘিরে জল্পনা। শনিবার নবান্নের চোদ্দতলায় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। তার তিনদিনের মাথায় আজ, মঙ্গলবার দিল্লিতে শাহের দরবারে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা।
অমিত শাহ কলকাতা ছাড়তেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘‘মঙ্গলবার তিরিশ মিনিট সময় দিয়েছেন। ওনাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচান। এই আবেদন করব।’’ আজ শাহ দরবারে শুভেন্দু-সুকান্ত।শনিবারই নবান্নের চোদ্দতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করে গিয়েছেন অমিত শাহ। তার ঠিক তিনদিনের মাথায় দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
advertisement
আজ, মঙ্গলবার বঙ্গ বিজেপির দুই নেতার সঙ্গে শাহী বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজ্যে সিএএ লাগু নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। গত কয়েকমাস ধরে একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বঙ্গ বিজেপি। কয়লাপাচার, গরুপাচার থেকে আবাস দুর্নীতি, একশো দিনের প্রকল্প। তালিকা দীর্ঘ। এমনই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে নালিশ নিয়ে দিল্লিতে শাহের দরবারে যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত।
advertisement
শনিবার নবান্নে ১৫ মিনিটের মমতা- শাহ একান্ত বৈঠকে শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ১৫ মিনিটের সেই বৈঠকের জবাব আজ ৩০ মিনিটের বৈঠকে দিতে চান শুভেন্দু-সুকান্তরা। এদিন শাহী বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে সুকান্ত- শুভেন্দুদের। এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি সহ কেন্দ্রীয় প্রকল্পে একাধিক বেনিয়ম কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে বিজেপি সূত্রের খবর। সব মিলিয়ে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দিল্লির দরবারে বাংলার পদ্ম শিবিরের দুই প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 7:05 AM IST