Amit Shah in Kolkata: থাকছেন দেড় ঘণ্টা, বুধবার কলকাতায় বিজেপির হাইভোল্টেজ সভায় অমিত শাহ, কখন আসবেন? বিস্তারিত সফরসূচি জানুন

Last Updated:

২৯ নভেম্বর সকালেই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শেষ করেই আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

থাকছেন দেড় ঘণ্টা, বুধবার কলকাতায় বিজেপির হাইভোল্টেজ সভায় অমিত শাহ, কখন আসবেন? বিস্তারিত সফরসূচি জানুন
থাকছেন দেড় ঘণ্টা, বুধবার কলকাতায় বিজেপির হাইভোল্টেজ সভায় অমিত শাহ, কখন আসবেন? বিস্তারিত সফরসূচি জানুন
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে আগামী ২৯ নভেম্বর হচ্ছে বিজেপির জনসভা। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে সেই জনসভার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সভায় যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সময়সূচি বা সফরের বিস্তারিত সূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র বিজেপির ওই সভাতেই যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় যোগ দিয়ে আবার বিকেলবেলায় অমিত শাহ ফিরে যাবেন। সফরসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে ১১টার সময় দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের জন্য। দুপুর একটা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১:৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স ময়দানে পৌঁছে তারপর সড়কপথে ধর্মতলার জনসভা স্থলে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
advertisement
একটা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত এই সফরসূচি পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ধর্মতলার বিজেপির সভা নিয়ে প্রথমে এই সভায় অনুমতি দিতে চায়নি কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির এই সভার অনুমতি দিলেও রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে।
advertisement
যদিও রাজ্য সরকারের আপত্তি থাকলেও সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার শিকার হওয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতদের নিয়ে এসে সভার ডাক দিয়েছে বিজেপি। আর সেই সভায় দেড় ঘণ্টা থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: থাকছেন দেড় ঘণ্টা, বুধবার কলকাতায় বিজেপির হাইভোল্টেজ সভায় অমিত শাহ, কখন আসবেন? বিস্তারিত সফরসূচি জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement